বাংলা সিরিয়াল

‘সস্তার গ্রাফিক্সেও মিঠাই হিট আর বিদেশে শ্যুট করেও বাংলা মিডিয়াম ফ্লপ, বিয়ে কূটকাচালিতেই জয় করছে নিম! শিক্ষণীয় জিনিস আমরা পছন্দ করিনা’ বললেন বাংলা মিডিয়াম ভক্ত!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বাংলা মিডিয়াম, এই ধারাবাহিকে বাংলা মিডিয়ামে পড়া একটি মেয়ে ইন্দিরা ও ইংলিশ মিডিয়াম স্কুলের সর্বময় কর্তা বিক্রমের জীবনের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামের মধ্যে রেষারেষিকে। এই সমাজে এখনো যে বাংলা মিডিয়ামে পড়া ছেলেমেয়েদেরকে কতটা নেগলেট করা হয় তা ইন্দিরার জীবন দেখলেই বোঝা যায়, ইন্দিরার বিয়ে ভেঙে যায় শুধুমাত্র এই কারণে যে সে বাংলা মিডিয়ামের ছাত্রী। যে কারণে ইন্দিরার বাবা মারা যান।

বিক্রম সেই বিয়েটি ভেঙ্গে দিয়েছিল ইন্দিরা বাংলা মিডিয়ামের মেয়ে শুনেই, ঘটনাচক্রে পরবর্তীতে বিক্রমদের ফিউচার ড্রিম স্কুলের টিচার হয়েই যুক্ত হয় ইন্দিরা। এরপর বিক্রমের সাথে ইন্দিরার যখন বিয়ে হয় তখন তারা কেউই জানতো না যে, এই ছেলে বা মেয়েটির সাথেই তাদের পূর্বে বিয়ে ঠিক হয়েছিল। তাদের মধ্যে দীর্ঘ সময় মান অভিমান ঝগড়া বিবাদ রেষারেষি চলতে থাকে তারপর একসময় বিক্রম সমস্ত সত্যি জানতে পারে তখন সে অনুতপ্ত হয়ে ইন্দিরা কাছে ক্ষমা চায় এবং এর পর তাদের মধ্যে একটু মিল-মিশ দেখানো হয়।

বর্তমানে দেখানো হচ্ছে যে, বাংলা মিডিয়াম ধারাবাহিকে ইন্দিরা আর বিক্রম দুজনেই বিদেশে গেছে, বিদেশেই তাদের বেশ কিছুটা সময় একসাথে কাটছে, এই সময় ইন্দিরা কিডন্যাপ হয়েছে আর বিক্রম পাগলের মত ইন্দিরা কে খুঁজে বেড়াচ্ছে। স্বাভাবিক ভাবেই যে কোনো ধারাবাহিকে যখন দেশ ছেড়ে বিদেশের মাটিতে শুটিং হয় তখন সেই ধারাবাহিকের টিআরপি হুরহুর করে বাড়ে। কিন্তু বাংলা মিডিয়ামের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটনায় নজরে পড়ল।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,
“বাংলা মিডিয়ামের কপাল খারাপ।নয়লে বিদেশী গিয়েও এত ভাল এপিসোড টেনে ফ্লপ হয় কি করে।অন্যদিকে মিঠাই সস্তার গ্রাফিক্স দিয়ে সল্ট ছিনিয়ে নেয়।
একটা কথা বলুন নিমফুল কি বাংলা মিডিয়াম এর চেয়ে ভাল হয়?নিমফুলে কুটকাচালি আর বিয়ে দিয়ে সল্ট ধরে রেখেছে।

বাংলা মিডিয়াম এর উচিত কুটকাচালি এনে নিমকে তার জায়গা বুঝে দেওয়া। শিক্ষণীয় জিনিস আমরা পছন্দ করি না যার জলন্ত উদাহারণ বাংলা মিডিয়াম।”

Related Articles