বাংলা সিরিয়াল

‘গ্রামের কোন শিক্ষিত মেয়ে ফোল্ডিং ছাতার বদলে বড় দাদুর ছাতা ব্যবহার করে আজও? গ্রামের মেয়ে কেমন হয় ইন্দিরাকে না দেখলে বুঝতেই পারতাম না!’-বাংলা মিডিয়ামের প্রথম এপিতেই ইন্দিরার ছাতা নিয়ে ট্রোলিং শুরু!

অনেকদিন পরে স্টার জলসার পর্দায় ফিরে এসেছেন কৃষ্ণকলি খ্যাত জুটি নীল ভট্টাচার্য আর তিয়াসা রায়, ধারাবাহিকের নাম, বাংলা মিডিয়াম। ধারাবাহিকে দেখা যাচ্ছে বাংলা মিডিয়ামে পড়ার জন্য ইন্দিরা কে কতবার ছোট হতে হচ্ছে সবার সামনে! শুধুমাত্র বাংলা মিডিয়ামে পড়েছে বলে পাত্রপক্ষ বিয়ে ক্যান্সেল করে ফেলে এরপর সেই দুঃখে হার্ট অ্যাটাক করে মারা যায় ইন্দিরার বাবা।

এরপর ইন্দিরা ঠিক করে ফেলে যে সে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে ইংলিশ মিডিয়ামে পড়াবে এবং শহরের নামী ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার হিসেবে সে ইন্টারভিউ দিতে যায়। অন্যদিকে বিক্রমকেও দেখানো হচ্ছে এমন একজন মানুষ হিসেবে যে নিজের স্কুল নিয়ে সর্বদা তৎপর রয়েছে। কিন্তু এই ধারাবাহিকের প্রথম এপিসোড থেকেই শুরু হয়েছে trolling কারণ ইন্দিরা অদ্ভুত সাজ পোশাক আর তার মেকআপ।

গ্রামের মেয়ে বলেই উঁচু করে শাড়ি পরা এবং দুদিকে বেনি করে থাকাটা অত্যন্ত অদ্ভুত লাগছে সবার কাছে। কারণ যে মেয়ে এত বেশি শিক্ষিত সে শুধুমাত্র গ্রামে বাড়ি বলেই এবং বাংলা মিডিয়ামে পড়েছে বলে এরকমভাবে সাজবে সেটা মানা যায় না। যেমন দর্শকদের অনেকেই মানতে পারেনি ইন্দিরার ছাতাটা। যেখানে গ্রামের মানুষ ও আজকালকার দিনে ফোল্ডিং ছাতা ব্যবহার করছেন সেখানে ইন্দিরার হাতে দেখা যাচ্ছে আগেকার দিনের বড় ছাতা যাকে সচরাচর আমরা দাদুর ছাতা বলে থাকি।

একজন নেটিজেন তা দেখে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,“ছাতা টা …..

এগুলো একটু বেশি বেশি হয়ে গেল না!? গ্রামের লোক কিরকম হয় একে না দেখলে জানতেই পারতাম না, আবার একজন শিক্ষিত মেয়ে!!

যাইহোক সবাই মিলে ইন্দিরার সাথে বলুন…. ” বাংলা মিডিয়াম নয়তো পিছিয়ে ” ….

#BanglaMedium #বাংলামিডিয়াম”

Related Articles