বাংলা সিরিয়াল

‘মাউন্ট এভারেস্টের পাশে উইয়ের ঢিবি’ – ছোট পর্দার অভিনেতা প্রতীক সেনকে উত্তম কুমারের সাথে তুলনা করতেই শুরু হলো চরম ট্রলিং

উত্তম কুমার, এই নামটা শুনলে একটাই কথা মাথায় আসে, মহানায়ক। বাংলার অভিনয় জগতে যদি এমন কোন অভিনেতা থাকেন যিনি সেরার সেরা মহানায়ক হতে পারেন তিনি একমাত্র উত্তম কুমার। তৎকালীন সময়ে অভিনেতা ৮ থেকে ৮০ সকলের মন জয় করেছিলেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে। আজও বাঙালি মহানায়ক বলতে কেবল তাঁকেই চেনে। যদিও বর্তমানে বহু অভিনেতা মহানায়ক পুরস্কার পেয়েছেন। তারপরেও মানুষ থেকে বর্তমান অভিনেতা-অভিনেত্রী সকলেই হয়তো স্বীকার করবেন যে যদি বাংলা অভিনয় জগতের ইন্ডাস্ট্রি বলে কিছু হয় তাহলে সেটা শুধুই উত্তম কুমার।

বর্তমানে বাংলার ছোট পর্দার ধারাবাহিক জগতের ওঁরা তোমার জনপ্রিয় অভিনেতা হলেন প্রতীক সেন। একাধিক ধারাবাহিককে তাঁকে আমরা নায়কের চরিত্রে দেখতে পেয়েছি। খুব কম সময়েই দর্শকের মনে বেশ খানিকটা জায়গা নিয়ে নিয়েছেন অভিনেতা। তবে নিজের অজান্তেই এবার সোশ্যাল মিডিয়াতে চরম ট্রল হতে হলো তাঁকে। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বর্ষিয়ান এবং যুগান্তরকারী অভিনেতা উত্তম কুমারের সাথে তুলনা শুরু হয়েছিল প্রতীকের।

আসলে অভিনেতা প্রতীকেরই এক অনুরাগী সোশ্যাল মিডিয়া থেকে অভিনেতার একটি ছবি নেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে একাধিক ধারাবাহিকের ডঃ অনির্বাণ গুহের পোশাকে রয়েছেন তিনি। এই ছবিটির সাথে উত্তম কুমারের ছবির কোলাজ করা হয়। তাঁদের দুটি ছবির পোস্ট প্রায় খানিকটা একই। এই ছবি পোস্ট করে সেই ভক্ত ক্যাপশনে লিখেছিলেন, ‘টলিউড ইন্ডাস্ট্রির দুই মহা রত্ন। উজ্জ্বলতম নক্ষত্র গর্ব একজন শ্রদ্ধেয় মহানায়ক উত্তম কুমার আর একজন সফল অভিনেতা প্রতীক সেন দাদাভাই। দুটো পিকচার পুরো আলাদা অথচ ভাব ভঙ্গিমায় পুরো এক। অসাধারণ মুখের অভিব্যক্তি প্রকাশ’।

অনেকেই হয়তো সম্মত হবেন যে এই তুলনা কোনভাবেই সম্ভব নয়। তাই সেই পোস্ট নিয়ে শুরু হয়েছে চরম নিন্দা। একজন বিরক্ত হয়ে লিখেছেন, ‘হতে পারে উনি ভালো অভিনেতা তাই বলে মহানায়ক উত্তম কুমারের সাথে তুলনা করাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কার সাথে কিসের তুলনা’!!! আরেকজন আবার খিল্লি করে লিখেছেন, ‘মাউন্ট এভারেস্টের পাশে উইয়ের ঢিবি’। এই প্রসঙ্গেই আবার মিঠাইয়ের সাথে শ্রীদেবীকে টেনে এনে তুলনা করেছেন মিঠাই ভক্তরা। না জেনেই দুজনেই ট্রলের শিকার হলেন। কিন্তু কেউ এখনো এই বিষয়ে কিছু বলেননি।

Related Articles