বাংলা সিরিয়াল

আর সঞ্চালক নয়, পুঁচকে লাড্ডু এবার বড় পর্দা কাঁপাতে আসছে! জয়দীপ মণ্ডলের পরিচালনায় এই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে সৌম্যদীপ্তকে

বাংলা ধারাবাহিকের পাশাপাশি মনে জায়গা করে নিয়েছে বিভিন্ন নন-ফিক্সান(Reality Show) শো গুলি। ভিন্ন স্বাদের এই অনুষ্ঠানগুলি দিনের মধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। নাচ গান প্রশ্নোত্তর সব মিলিয়ে এক একটা জমজমাট এপিসোডের সাক্ষী থাকেন দর্শক। তেমনই এক জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স ডান্স জুনিয়র(Dance Dance Junior)। তবে সত্য শেষ হয়েছে এর সিজন তিন।

যারা এই নাচের অনুষ্ঠানের ভক্ত তারা জানেন এই শোতে প্রতিযোগী এবং বিচারক ছাড়াও দুজন পুঁচকে রয়েছে যাদেরকে দেখে মুগ্ধ হয় দর্শকেরা। বলা যেতে পারে তারা এই শো’র বিশেষ আকর্ষণ। দুই পুঁচকির মধ্যে একজন সঞ্চালক উদিতা(Udita)। অন্যজন লাড্ডু তথা সৌম্যদীপ্ত সাহা(Soumyadipta Saha)। ইতিমধ্যে এই দুই খুদের ভালো রকম ফ্যান বেস তৈরি হয়ে গেছে।

তবে লাড্ডুকে যারা একটু বেশি ভালবাসেন তাদের জন্য রয়েছে এক বিশেষ সুখবর।পুঁচকে লাড্ডু এবার পাড়ি জমাতে চলেছে বড় পর্দায়। সঞ্চালক হিসেবে নয় অভিনয় দিয়ে এবার মন জয় করবে সৌম্যদীপ্ত। জয়দীপ মন্ডল পরিচালিত নতুন বাংলা ছবি ‘দিশাহীন মন আমার’-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে।

তবে সৌম্যদীপ্ত এর আগেও বড় পর্দায় অভিনয় করেছে। গুগলি ছবিতে তাকে। ‘দিশাহীন মন আমার’ ছবির মধ্যে দিয়ে আরো একবার দর্শক বড় পর্দায় দেখতে পাবে লাড্ডুকে।

জানিয়ে রাখি জয়দীপ মণ্ডল পরিচালিত এই ছবিতে নায়ক নায়িকা হিসেবে দেখা যাবে একেবারে নবাগতাদের। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রোহন গামামী এবং ব্রততী পাল। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকাতে থাকবে ডান্স ডান্স জুনিয়রের লাড্ডু, শিশু শিল্পী অঙ্গীরা ভট্টাচার্য এবং ইউহান খান।

জানা গিয়েছে গল্প এভাবে এক ছোট ছেলেকে ঘিরে। যার নাম অভি। স্কুলে পড়া কালীন দুর্ঘটনায় সে নিজের বাবা মাকে হারায়। এরপর রাস্তায় মাউথ অর্গান বাজিয়ে দিন কাটানো শুরু করে সে। ছোট বেড়াতে তার সঙ্গে আলাপ হয় উচ্চবিত্ত পরিবারের এক মেয়ে অমৃতার। সে অভিকে পড়াশোনা শেখানো শুরু করে এবং অভি তাকে মাউথ অর্গান বাজানো শেখায়।

এরপর ধীরে ধীরে তারা বড় হয়। অমৃতা পড়াশোনার জন্য বিদেশ যায়। অন্যদিকে এক নিঃসন্তান দম্পতি অভিকে দত্তক নেয়। এরপরে দুজনে অজান্তেই এক কলেজে ভর্তি হয়। এইভাবে এগোবে গল্প।

Related Articles