বাংলা সিরিয়াল

পুরুলিয়ার আলপনা গ্রামের নাম শুনেছেন! না শুনে থাকলে একদম মিস করবেন না আজকের দিদি নাম্বার ওয়ান! সেখানেই নিজের স্বপ্ন তুলে ধরতে আসছেন অলকা দিদি

জি বাংলা(Zee Bangla) টেলিভিশনের পর্দায় ধারাবাহিক গুলির মতোই জনপ্রিয় হয়ে উঠেছে এই রিয়ালিটি শো গুলি। আর রিয়ালিটি শো যদি বলাই হয় তাহলে দিদি নাম্বার ওয়ান(Didi No1) এর নাম সবার আগে আসে। কারণ দীর্ঘ বছর ধরে এই অনুষ্ঠান নিজের রাজত্ব ধরে রেখেছে। অনুষ্ঠানের মূল সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)যিনি তার কথার জাদুতে সহজেই আপন করে নেন প্রত্যেককে।

গ্রাম থেকে শহর দেশ থেকে বিদেশ সব জায়গার দিদিরা এখানে আসেন নিজেদের লড়াইয়ের কাহিনী বলতে। এই মঞ্চ সমস্ত দিদিদের পাখা দেয় নিজের স্বপ্নকে মেলে ধরার জন্য। এবার তেমনই পুরুলিয়ার অলকা দিয়ে আসছেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে।

নিজের সাদামাটা গ্রামকে নিজের হাতেই রাঙিয়ে দিয়েছেন অলকা দি। আমরা যেমন ব্লু সিটি কিংবা পিংক সিটি চিনি রাজস্থানের। তেমনি এক আলপনার গ্রাম গড়ে তুলেছেন তিনি। ভারতবর্ষের প্রাচীন এই ঐতিহ্য কি বিশ্বের দরবারে তুলে ধরার স্বপ্ন রয়েছে তার চোখে। তাই গ্রামের প্রত্যেকটি বাড়িতে রংবেরঙের আলপনা এগিয়ে চলেছেন তিনি এবং তার দল। পাশাপাশি মত গুরু দায়িত্ব পালন করে চলেছেন অলকা হেমরম। তার লড়াইয়ের কাহিনী শোনাতে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন তিনিও।

কিন্তু কিভাবে গড়ে উঠল এই আলপনা গ্রাম। একদিনে তো নিশ্চয়ই গড়ে ওঠেনি। তার এই লড়াইয়ের কাহিনী যদি মিস করতে না চান তাহলে আজ অবশ্যই দিদি নাম্বার ওয়ান এর পর্দায় চোখ রাখুন বিকেল পাঁচটায় শুধুমাত্র জি বাংলায়।

Related Articles