বাংলা সিরিয়াল

‘প্রেগন্যান্ট মানে অপবিত্র হ‌ওয়া!শনি হ‌ওয়া!-অঙ্কিতার মত lawyer এর থেকে আদিম যুগের কুসংস্কার মূলক ডায়লগ শুনে চটলেন এক্কাদোক্কার দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কা দোক্কা। এই ধারাবাহিকে দেখা যায় যে নিজের রোগের বিষয়ে গোপন করে রাধিকা তার দিদি অঙ্কিতা সহ বাড়ির সকলের কাছে কথা শুনতে থাকে,কারণ তার একটি ফলস প্রেগনেন্সি রিপোর্ট এসেছে, এই বিষয়ে পরিবারের সবাই তাকে জিজ্ঞেস করলে সে সোজাসুজি কোন উত্তর দেয় না, এমনকি প্রেগন্যান্ট হওয়ার মতো কোনো কারণ যে তার জীবনে ঘটেনি সেটুকু সে বলে না, সে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে থাকে, এরপর যখন সে বুঝতে পারে যে তার পেটে টিউমার হয়েছে তখন‌ও অভিমানবশত পরিবারের সবার থেকে সেই কথাটা সে আড়াল করতে থাকে‌।

রাধিকার এই অভিমান দেখে তাকে অত্যন্ত জটিল মনস্তত্ত্বের অধিকারী বলে মনে করছেন নেটিজেনরা,তার সাথে দর্শকরা এও বলছেন যে, রাধিকাকে তার বাড়ির লোক যেভাবে বকাঝকা করছে তাতে কোন অনুচিত নেই কারণ সে একটা সত্যি কথা বলে দিলেই হয়, কিন্তু সে সত্যি টাকে গোপন করে সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে তাই বাড়ির লোকের রাগ হচ্ছে।

কিন্তু বাড়ির লোকের রাগ করাকে সমর্থন করা গেলেও অঙ্কিতা যেভাবে রাধিকা কে অপবিত্র , শনি বলেছে তা মানতে নারাজ দর্শক। দর্শকদের বক্তব্য অঙ্কিতার রাগ স্বাভাবিক কারণ রাধিকা তার শ্বশুর বাড়ির লোকজনকে বলেছে সে প্রেগন্যান্ট, তাই বলে রাধিকাকে অপবিত্র শনি বলা ঠিক নয় কারণ প্রেগনেন্ট হলে কেউ অপবিত্র হয়ে যায় না আর একজন শিক্ষিত আইনজীবীর মুখে এরকম কথা তো একেবারেই বেমানান।

 

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“অঙ্কিতা : ” রাধিকা, তুই অপবিত্র.. তোর অপবিত্রতার ছায়া যেনো আমার বিয়েতে না পড়ে তাই তুই ঘরে বসে থাক চুপ করে.”
তুই আমার জীবনে ” শনি “হয়ে এসেছিস

রাধিকা : ” Pregnant হওয়া মানে অপবিত্র হয়ে যাওয়া? ”

একজন lawyer এর থেকে আদিম যুগের এরকম কুসংস্কার মূলক ডায়লগ দিয়ে কি প্রমাণ করতে চাইছেন LG উনিই জানেন”

Related Articles