বাংলা সিরিয়াল

টিআরপি নেই তো কী? দুখানা ট্রফি জিতে নিল মিঠাই একাই! গর্বে ছাতি চওড়া হয়ে যাচ্ছে মিঠাই অনুরাগীদের

বাংলা ধারাবাহিক টিভির পর্দায় হওয়া বাংলার মা-বোনেদের কাছে বিনোদনের অন্যতম একটি মাধ্যম। তবে বর্তমানে বাংলা ধারাবাহিক শুধু আর বিনোদন নেই। ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র একেবারে বাংলার প্রত্যেক ঘরের চরিত্র হয়ে ওঠে। মানুষ তাদেরকে এতটাই আপন করে নেন যে কলাকুশলীরাও তাদের ঘরের মানুষ হয়ে ওঠে। তাই এই চরিত্রগুলো যেন তাদের হৃদয়ে গেঁথে যায়।

বাংলা ধারাবাহিক বহু বছর ধরে বেশ কিছু মিষ্টি গল্প উপহার দিয়ে এসেছে দর্শকদের। এমনই একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। একসময় একটানা টিআরপি তালিকায় শীর্ষস্থানে থেকে সেই ধারাবাহিক। কিন্তু তারপর বেশ কিছু নতুন ধারাবাহিকের ফলে পিছিয়ে গিয়েছে এই ধারাবাহিকটি। কিন্তু জনপ্রিয়তা এতটাই যে মিঠাইয়ের অনুরাগীরা সোশ্যাল মিডিয়াতে বারবার বিভিন্ন দৃশ্য তুলে ধরেন।

মিঠাই ধারাবাহিকটি যে মানুষের প্রিয় একটি ধারাবাহিক তার প্রমাণ এর আগে দর্শক দেখিয়েছেন টিআরপি লিস্টে। এছাড়াও ওরম্যাক্স মিডিয়ার (ORMAX MEDIA)-এর সবথেকে প্রিয় ধারাবাহিক চরিত্র (Most Popular Fiction Characters)-এর বাংলা নামের তালিকায় প্রথম পাঁচজনের মধ্যে প্রথম নামই ‘মিঠাই’। এরই সাথে আবার ফিরিয়ে আনা হয়েছে ২০২২ এর টেলি আড্ডা অ্যাওয়ার্ডসের সুখকর বিভিন্ন স্মৃতি। এখানেও আমরা মিঠাই এর বেশ ভালই ফলাফল দেখতে পেয়েছিলাম।

আসলে ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা আছে এই অভিনেত্রীর। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার ৬০০ হাজারেরও বেশি। এখান থেকে স্পষ্ট যে শুধু সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন তাদের কাছেই কতটা জনপ্রিয় অভিনেত্রী। বাকি যারা সোশ্যাল মিডিয়াতে নেই তারা তো আছেনই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। যা গত বছরের টেলি আড্ডা অ্যাওয়ার্ডসের ছবি। সেখানে দেখা যাচ্ছে মিঠাইয়ের হাতে দু দুটি অ্যাওয়ার্ড। আর সেই দুটি হল মোস্ট পপুলার ফেস এবং সেরা জুটির অ্যাওয়ার্ড। আবেগঘন, মিষ্টি হাসি নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীকে।

Related Articles