বাংলা সিরিয়াল

জনপ্রিয়তা কমেছে, টিআরপি তালিকা থেকেও বাদ! আবার ধারাবাহিক ছাড়ছেন খোদ নায়িকা? ‘এবার শেষ করা উচিত গাঁটছড়া ধারাবাহিকটি না হলে আরো দুর্দিন আসবে’! দাবি ভক্তদের

স্টার জলসার(Star Jalsha) একসময়ের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া(Gatchara)। যদিও ধারাবাহিকের জনপ্রিয়তা এখনো কিছুটা রয়েছে। তবে শুরুতে যে জনপ্রিয়তা ছিল এখন তার অর্ধেক হয়েছে। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন শোলাঙ্কি রায় (Solanki Roy)এবং গৌরব চ্যাটার্জী(Gourab Chatterjee)। মূলত তারাই এই ধারাবাহিকের মূল আকর্ষণ। এছাড়াও পাশাপাশি চরিত্রে রয়েছেন অনিন্দ্য চ্যাটার্জী, শ্রীমা ভট্টাচার্য।

এক পারিবারিক গল্পের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল ধারাবাহিক। যেখানে দশকর্মার দোকান চালায় এক পরিবার। যাদের রয়েছে তিন মেয়ে। তবে তিন মেয়ে তিন ধরনের। খড়ি যেমন মাটির মানুষ তেমনি তার বড় বোন দ্যুতি উচ্চাকাঙ্ক্ষী। আবার ছোট বোন সারাক্ষণ ব্যাট বল পিটিয়ে যায়।

তবে তাদের মায়ের স্বপ্ন তিন মেয়ের বিয়ে হবে বিশাল বড়লোক বাড়িতে। একদম রানীর মত থাকবে তার মেয়েরা। যত গল্প এগিয়েছে আস্তে আস্তে ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছে। বর্তমানে তিন মেয়েরই বিয়ে হয়েছে শহরের সব থেকে বড় হীরে ব্যবসায়ীর বাড়িতে।

মাঝে যদিও বহু ঝড়-ঝঞ্ঝা গিয়েছে। তবে আপাতত দুই বাড়িতেই খুশির মরসুম। একটা সময় এই ধারাবাহিক টিআরপি তালিকাতে প্রথম ছিল। জোর টক্কর চলতো প্রতিপক্ষ চ্যানেলের মিঠাইয়ের সঙ্গে। আজ সেসব অতীত। এতদিন পর্যন্ত টিআরপি তালিকাতে ধুকিয়ে ধুকিয়ে থাকলেও আজ টিআরপি তালিকা থেকেও বাদ পড়েছে।

পাশাপাশি ধারাবাহিকে তেমন কোন আকর্ষণ আর নেই। তাই বহু ভক্তদের মত ধারাবাহিক যতদিন ভালোভাবে এগিয়েছে স্মৃতিকে ধরে রেখে বন্ধ করে দেওয়া উচিত। কারণ ইলাস্টিকের মতো টেনে গেলে শুধু গল্প এগোবে দর্শকদের ভালোবাসা পাবে না। দর্শকদের মনে থাকতে থাকতেই গল্প শেষ করে দেয়া উচিত। এর মাঝেই আবার গুঞ্জন শোনা গিয়েছে ধারাবাহিকের মূল নায়িকা শোলাঙ্কি রায় নাকি ধারাবাহিক শেষ হওয়ার আগেই ছেড়ে দিচ্ছেন। নির্দিষ্ট বছরের চুক্তি অনুযায়ী কাজ করবেন তারপর আর তিনি এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকতে চান না। এমন খবর আসার পরেই এক ভক্ত মনে করেন যে এবার সত্যিই গাঁটছড়া ধারাবাহিক একটু শেষ করে দেওয়া উচিত।

সেই নিয়ে তিনি লিখেছেন,’জানিনা এটা কতটা ঠিক বা ভুল, আমার মতে জলসার আর অ্যাক্রপলিসের দুর্দিনের দুই কান্ডারী হয়েছিল মন ফাগুন ও গাঁটছড়া
মন ফাগুন তবুও ছয় গ্যাপ নিয়ে লাস্ট উইক টিআরপি দিয়ে শেষ হয়েছিল। তবুও জুলু কাকু শেষ করে দিল।যাইহোক সম্মানের সাথে শেষ হয়েছে। কিন্তু গাঁটছড়া যা টিআরপি আর অপজিশনের সাথে যা গ্যাপ শেষ পাঁচ মাস ধরে তাতে আমার মনে হয় এটাকে এই স্লটে টানলে বা স্লট চেঞ্জ করে অন্য স্লটে নিয়ে গিয়ে দিনের পর দিন টানলে এই সিরিয়াল টারই ট্রোল আর অপমান হবে। এর থেকে ভালো সম্মান নিয়ে শেষ করুক তবুও সম্মান থাকবে।

আমার মতে একটা সিরিয়াল কত বেশি এপিসোড করলো তার থেকে বেশি ইম্পর্টেন্ট সিরিয়াল টা অল্প দিনে কতখানি হিট হলো, তামাম বাংলার মানুষের মনে কতখানি দাগ কাটলো, এটাই তার সফলতা – যেখানে এই দুই সিরিয়াল ই সফল’।

ওটাই ঐ ভক্তের মতামত এমনটাও জানিয়ে দিয়েছেন তিনি। এই নিয়ে যেন কেউ তাকে কথা শোনাতে না আসেন দিয়েছেন তার হুঁশিয়ারিও।

Related Articles