বাংলা সিরিয়াল

কৃষ্ণার মনে বর্ষার জন্য চিন্তা দেখে খুশি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের ভক্তরা, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক

বর্তমানে বাংলা ধারাবাহিক গুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের একটি ধারাবাহিক হলো জি বাংলার নিম ফুলের মধু। বর্তমানে এই ধারাবাহিকটি দর্শকমহলে বেশ চর্চায় থাকে। অল্প দিন হলেও এই ধারাবাহিক এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে খুব অল্প সময়ের মধ্যেই টিআরপিতে বেশ ভালো ফলাফল করেছে এই ধারাবাহিক। প্রতি সপ্তাহতেই এক থেকে পাঁচের মধ্যে টিআরপি তালিকায় থাকে এই ধারাবাহিকের নাম।

ধারাবাহিকে প্রথমে দেখানো হয় নিউক্লিয়াস পরিবারের মেয়ে পর্ণার কলকাতার এক যৌথ পরিবারের ছেলে সৃজনের বউ হয়ে দত্ত বাড়িতে আসে। কিন্তু সৃজনের মা কখনোই পর্নাকে তার ছেলের বউ হিসেবে পছন্দ করেনি। তাই নানান রকম অশান্তি শুরু থেকেই লেগেছিল পর্নার সঙ্গে। সাধারণত আর পাঁচটা মধ্যবিত্ত বাড়িতে যে সমস্ত দৃশ্য আমরা দেখতে পারি নিম ফুলের মধু ধারাবাহিকেও সেই দৃশ্যগুলি ফুটিয়ে তোলা হয়েছিল যার কারণে ধারাবাহিকটি বেশ প্রশংসা পাচ্ছে দর্শকমহলে।

বিশেষ করে ধারাবাহিকে কৃষ্ণা অর্থাৎ বাবুর মায়ের চরিত্র দর্শকমহলে বেশ জনপ্রিয়। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরিজিতা। এর আগে অভিনেত্রী বহু জায়গায় অভিনয় করেছেন তবে বাবুর মায়ের চরিত্রে অভিনয় করে যেন তিনি আরো জনপ্রিয়তা পেয়েছেন। বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে অভিনেত্রীর অভিনয়ের প্রতিভা। ধারাবাহিকে আমরা দেখে এসেছি বরাবরই ছেলের প্রতি বেশি যত্নশীল কৃষ্ণা। ছেলে কেই সে সব সময় ভালোবাসে, প্রাধান্য দেয়। তবে এবারের মেয়ের প্রতিও মায়ের ভালোবাসা ফুটে উঠলো ধারাবাহিকে।

ধারাবাহিকের গতকালের পর্বেই আমরা দেখেছি বর্ষার দেরি করে বাড়ি ফেরায় বেশ চিন্তিত হয়ে উঠেছিলেন কৃষ্ণা। বেশি রাত হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় বেশ চিন্তিত ছিল সে। তারপরের পর্বেই দেখা যায় বর্ষাকে কিডন্যাপ করা হয়েছে। আর সেই এপিসোড দেখে দর্শক তো ভীষণই খুশি কৃষ্ণা যে ছেলে এবং মেয়ে দুজনকে নিয়ে সমানভাবে চিন্তা করে তা দেখে বেশ খুশি হয়েছেন প্রত্যেকে, আর অভিনেত্রীর অভিনয়ের প্রশংসাও করেছেন অনেকে।

এক দর্শক এটি পোস্টে লেখেন, “আজকে কৃষ্ণার জায়গায় কৃষ্ণা সেরা,,, আমরা অনেক সময় ভাবি, মারা হয়তো ছেলেকে ভালোবাসে, মেয়ে কে না,, কিন্তু না মারা তার দুই সন্তানদের সমান ভালোবাসে। হ্যা কৃষ্ণা বাবু বাবু করে বেশি। সে যে বর্ষা কে এতো ভালোবাসে সেটা বোঝা যায় না, আজ যখন শুনলো বর্ষা কিডন্যাপ হয়েছে, তখন কৃষ্ণার কান্নাটা। একটা মা জানে একটা মেয়ে কিডন্যাপ হলে তার কতো কষ্ট হয়। এই ট্র্যাক টা বেশ ভালো”।

Related Articles