বাংলা সিরিয়াল

প্রথম দিনেই কামাল টুকাইদার, সবেমাত্র পথ চলা শুরু আর তাতেই বাজিমাত! ‘মন দিতে চাই’য়ের প্রথম পর্ব মন কেড়ে নিল দর্শকদের, উঠছে ধারাবাহিককে প্রাইম টাইমে আনার দাবি

মাত্র একদিন আর তাতেই কামাল করে দেখিয়েছে নতুন ধারাবাহিক ‘মন দিতে চাই'(Mon Dite Chai)। গতকাল জি বাংলা(Zee Bangla)র পর্দায় শুরু হয়েছে নতুন এই ধারাবাহিক। যার মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে আয় তবে সহচরী ধারাবাহিকের ধিঙ্গি ওরফে অরুনিমা হালদার(Arunima Haldar) এবং ‘এই পথ যদি না শেষ হয়’র টুকাইদা অর্থাৎ ঋত্বিক মুখোপাধ্যায়(Rittick Mukherjee)।

তবে প্রথম দিন থেকেই দর্শকমহলে ভালো সাড়া ফেলেছে এই ধারাবাহিক(Bengali Serial)। প্রোমো সামনে আসার পরেই ঋত্বিক-অরুনিমা জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। আর তার প্রমাণ পাওয়া গিয়েছে প্রথম দিনেই। সবেমাত্র পথ চলা শুরু করে প্রথম এপিসোডে মন জয় করে নিল এই ধারাবাহিক। তবে আগামী দিনে টিআরপির তালিকায় এগিয়ে আসবে না পিছবে সেটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আপাতত প্রথম দিনের এপিসোড দেখে অধিকাংশ দর্শকের প্রতিক্রিয়া যা জানা গিয়েছে তাতে সবার খুব সুন্দর লেগেছে।

মূলত ধারাবাহিকের প্রথম দিনে নায়ক নায়িকার দেখা, নায়িকার পারিবারিক এক মিষ্টি বন্ধন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যা স্বাভাবিকভাবে পছন্দ হয়েছে দর্শকদের। তবে মন্দিতে চায় ধারাবাহিকটি অনেক রাতের স্লটে দেওয়া হয়েছে। যে কারণে অনেকেই দাবি করতে শুরু করেছেন এত সুন্দর ধারাবাহিকটি প্রাইম সল্টে আনা হোক।

প্রসঙ্গত মন দিতে চাই ধারাবাহিকের গল্প অনুযায়ী সমাজে প্রতিষ্ঠিত এক নামী কোন সংস্থার তার চরিত্রে অভিনয় করছে ঋত্বিক। যে বিশ্বাস করে যে কোন সাফল্যের পেছনে কোন নারী চরিত্রের অবদান নেই থাকতে পারে না। তার সাফল্যের কারণ সে নিজে। অন্যদিকে সাদামাটা পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছে অরুনিমা। যে একা নিজের কাঁধে তার পরিবারের যাবতীয় দায়িত্ব পালন করছে তাও হাসিমুখে। ঘটনাচক্রে তাদের দেখা হওয়া এবং একে অপরকে মন দেওয়া এই নিয়ে এভাবে গল্প।

Related Articles