বাংলা সিরিয়াল

পঞ্চমী ধারাবাহিকে পয়মন্তী চরিত্রে অভিনয় করে কেমন লাগছে অভিনেত্রী এমিলা ভট্টাচার্যের? জানালেন অভিনেত্রী নিজেই

টেলিভিশনের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন এমিলা ভট্টাচার্য। বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সম্প্রতি OTT প্ল্যাটফর্মেও পা রেখেছেন তিনি। বেশিরভাগ সময়ই অভিনেত্রীকে আমরা খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখতে পাই। খলনায়িকার চরিত্রে অভিনয় করে তিনি সকলের কাছে প্রশংসা পেয়েছেন। বর্তমানে অভিনেত্রীকে আমরা প্রত্যেকই স্টার জলসা নতুন ধারাবাহিক পঞ্চমীতে অভিনয় করতে দেখতে পাচ্ছি। ধারাবাহিকের নায়ক রাজদীপের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখানে তার চরিত্রের নাম পয়মন্তি।

নতুন ধারাবাহিক পঞ্চমীতে আমরা সাপেদের গল্প দেখতে পাবো ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দেব এবং অভিনেতা রাজদীপ সুস্মিতা কে এর আগে আমরা জি বাংলা এবং স্টার জলসার পর্দাতে অভিনয় করতে দেখতে পেয়েছি। এবারে আসা যাক পয়মন্তির চরিত্রের কথায়। চরিত্রটি ছেলের প্রতি খুবই যত্নশীল, ছেলেকে সে চোখে হারায়।

এই রকম চরিত্রে অভিনয় করার প্রস্তাব কি করে পেয়েছেন অভিনেত্রী সেই সম্পর্কে তিনি জানান ‘আসলে আমরা অভিনেতা-অভিনেত্রীরা বিভিন্ন লেখকের চরিত্রে বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করতে করতে প্রতিদিনই নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি, আর সেটাই আমাদের পাওনা।’ গল্পের লেখিকা সাহানা দত্ত যখন এই চরিত্রের প্রস্তাব অভিনেত্রীকে দেন তখন চরিত্রটি শুনে অভিনেত্রীর বেশ ভালো লাগে। আর প্রথম শোনার পরেই চরিত্রটি জন্য রাজি হয়ে গেছিলেন তিনি।

গত ৫ ডিসেম্বর রাত সাড়ে আটটায় স্টার জলসার পর্দায় এই নতুন ধারাবাহিক দেখা যাচ্ছে। শুরুর সময় থেকে এই ধারাবাহিক বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমমহলে। সাংসারিক কূটকচালি, পরকীয়ার গল্প ছেড়ে আধ্যাত্মিক এবং রহস্য ঘেরা এই গল্প দর্শকদের মনে খুব সহজেই জায়গা করে নিয়েছে। সাপের গল্প নিয়েই এগিয়ে চলেছে এই ধারাবাহিক।

Related Articles