বাংলা সিরিয়াল

হাওড়ার ছেলে সৌম্যদীপ, কী ভাবে হয়ে উঠলেন ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের স্বয়ম্ভূ? সাক্ষাৎকারে নিজের বক্তব্য জানালেন জগদ্ধাত্রী ধারাবাহিকের স্বয়ম্ভু

বাংলা ধারাবাহিক জগতের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার জগদ্ধাত্রী। প্রতি সপ্তাহতেই TRP তালিকায় দুর্দান্ত ফলাফল করছে এই ধারাবাহিক। বেশ কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় টপার ও হয়েছিল জগদ্ধাত্রী। বর্তমানে দ্বিতীয় স্থান ধরে রেখেছে নিজেদের। ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে নবাগত অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং নবাগত অভিনেতা সৌম্যদীপ মুখার্জি। টেলিভিশন জগতের একদম নতুন মুখ তারা। জগদ্ধাত্রী ধারাবাহিকের হাত ধরে দুজনেই জনপ্রিয়তা পাচ্ছে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে নিজের সম্পর্কে সবটাই বললেন অভিনেতা সৌম্যদীপ।

সৌম্যদীপ বলেন, “আমি হাওড়ার ছেলে। উচ্চ মাধ্যমিক পাশ করার পরই মডেলিং জগতে পা রাখি। বরাবরই ক্যামেরার সামনে নিজেকে দেখার ইচ্ছা ছিল আমার। তার পর বেশ কিছু বিজ্ঞাপনের সুযোগ আসে। সেই সঙ্গে পড়াশোনা চালিয়ে গিয়েছি। নাইট কলেজে পড়তাম। ২০১৭ সালে আমার একটা বড় কাজের সুযোগ আসে মডেল হিসাবে। তার পর ‘ত্রিশূল’ সিরিয়ালে অভিনয়ের সুযোগ পাই। বাকিটা তো সকলেরই জানা।”

অভিনেতা জানান তিনি এখন সব কাজ মন দিয়ে করতে চান। নিজের ভবিষ্যৎ তৈরি করতে চান। ইন্ডাস্ট্রিতে আরো অনেক সুখ্যাতি অর্জন করতে চান। তার বক্তব্য “জগদ্ধাত্রী এমন একটা গল্প, যা দেখে একঘেয়েমি আসবে না কারও। তাই জন্যই মনে হয়, দর্শক আমাদের এত পছন্দ করছেন। এই সপ্তাহেও টিআরপি ভাল এসেছে। যদিও এই নম্বর নিয়ে যে আমি খুব বেশি ভাবিত তা নয়। ভাল কাজ করে যেতে চাই।” আপাতত এটাই তাঁর একমাত্র লক্ষ্য। সৌম্যদীপ বলেন, “আমি পরিকল্পনায় বিশ্বাস করি না। যেমন সুযোগ পাব, তেমন ভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাব।”

Related Articles