বাংলা সিরিয়াল

“পার্টি করতে, লং ড্রাইভে যেতে ভালো লাগে না, অনেকেই আমাকে ব্যাকডেটেড বলে খোঁটা দেয়,” সাক্ষাৎকারে নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা দিলেন সোহাগ জল ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে কে না চেনে? ইতিমধ্যে বহু ধারাবাহিকের হাত ধরে তিনি বাংলার মানুষের ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। দুর্দান্ত অভিনয় করেছেন জি বাংলার একাধিক ধারাবাহিকে। বেশিরভাগ সময়ই আমরা তাকে কেন্দ্রীয় চরিত্রে দেখেছি। খুব ছোটবেলা থেকেই অভিনয় সঙ্গে যুক্ত রয়েছে শ্বেতা। বর্তমানে নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী করে তুলেছেন। গত বছরই তার প্রথম বড় পর্দার ছবি প্রজাপতি মুক্তি পেয়েছে। দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর এর মতন বড় বড় অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীর সঙ্গে একস্ক্রিনে কাজ করার সুযোগ পেয়েছেন। বক্স অফিসে দারুন ব্যাবসা করেছে সেই ছবি।

তবে পর্দায় আমরা যেমন অভিনেত্রীকে ঝা চকচকে সুন্দর স্বাভাবিক সুস্থ জীবন যাপন করতে দেখতে পাই বাস্তবে কিন্তু আসলে ছবিটা অন্যরকম। বাস্তব জীবনটা অনেকটাই কঠিন। আর পাঁচজন সাধারণ মধ্যবিত্ত পরিবারই মানুষ শ্বেতা। বাবা-মা ছোট থেকে খুব কষ্ট করে সে তাকে মানুষ করেছে। এর আগে বহুবার বড়পর্দায় সুযোগ পেয়েছেন অভিনেত্রী কিন্তু শর্ট ড্রেস-স্লিভলেস পরবেন না বলে অফার ফিরিয়ে দিয়েছেন। নিজের কিছু শর্ত রেখেই বড় পর্দায় পা রেখেছেন তিনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন “১৩ বছর ধরে অভিনয় করছেন আর এই ১৩ বছর ধরে শুটিং সেটে তাঁর সঙ্গে তাঁর মা থাকেন। এর একমাত্র কারণ মায়ের অসুস্থতা। তাই যেই প্রযোজনা সংস্থা তাঁর মাকে থাকার অনুমতি দেয় না সেখানে তিনি কাজ করেন না। অনেকে আমাকে ব্যাকডেটেড বলতে পারে, কিন্তু তাতে আমার কোনও রাগ নেই। কারণ আমি বাবা-মায়ের সাথে থাকতে ভালোবাসি। ঘুরতে যাওয়া, পার্টি করা, লং ড্রাইভ আমার ভালো লাগে না। মায়ের সঙ্গেই শুটিং আসি আবার বাড়ি ফিরে যাই। অনেকে দোষ দেন কাজ করতে হলে পার্টি করতে হবে, মদ খেতে হবে। আমাকে এখনো কেউ এই নিয়ে জোর করেনি। আমার মনে হয় নিজে ঠিক থাকলে কেউ জোর করে বিপথে চালিত করতে পারে না”।

Related Articles