বাংলা সিরিয়াল

এবার ওটিটির জগতে পা রাখতে চলেছেন সকলের প্রিয় মিঠাই রানী! একেবারে নতুন রূপে আসতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা?

জি বাংলা জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘মিঠাই’। যদিও শুধু জি বাংলার বলা ভুল হবে, গোটা বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক বলা যায় এই ধারাবাহিকটিকে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এই চরিত্র তাঁকে একেবারে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে। দীর্ঘ দু বছর ধরে মিঠাই ম্যাজিকে মজে ছিলেন দর্শক। তবে ধারাবাহিকের গল্পের জন্য মিঠাইকে বেশ কিছু দিন দেখতে পাননি কেউ।

মোদক পরিবারের বউ মিঠাইকে সকলেই খুব ভালোবেসে ফেলেছিলেন। তাই গল্পে যখন দেখানো হলো মিঠাইয়ের মৃত্যু তখন সেটা অনেকেই মেনে নিতে পারেননি। বারবার দাবি রেখেছেন যেনো মিঠাইকে ফিরিয়ে আনা হয়। রীতিমতো প্রতিবাদ করেছেন দর্শক। এমনকি সোশ্যাল মিডিয়াতে বয়কটের ডাকও দিয়েছিলেন। শুধু একটাই কারণ যে মিঠাই কে দেখানো হয়নি।

প্রসঙ্গত এমন একটা সময় ছিল যখন ৫৬ বার বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। তবে ধারাবাহিকের মোড় ঘুরতেই টিআরপি রেটিংও নামতে থাকে। তবে যতই টিআরপি লিস্টে নিচে নেমে আসুক ধারাবাহিকের ফ্যান বেস এখনো যথেষ্ট ভালো। দীর্ঘদিন মিঠাইকে না দেখতে পেয়ে দর্শকের মনে একটাই প্রশ্ন এসেছিল যে কবে আবার মনোহরায় দেখানো হবে মিঠাই কে?

যদিও মিঠাইয়ের ভূমিকায় যে অভিনেত্রী অভিনয় করেছেন অর্থাৎ সৌমি দর্শকদের আশ্বস্ত করেছিলেন যে মিঠাইয়ের নামে যেহেতু ধারাবাহিক তাই মিঠাই তো থাকবেই। এরই মধ্যে ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে এন্ট্রি হয়েছে আসল মিঠাইয়ের। শুধু তাই নয় তার সাথে মিষ্টি আমাকে একটি বাচ্চা মেয়েরও আগমন ঘটেছে। বলা যায় একপ্রকার সিদ্ধার্থ আর দর্শকের কথা রাখতেই ফিরে এল মিঠাই। এই ধরনের পর্বের পরে দর্শকের মনে আবারো প্রশ্ন জেগেছিল যে তবে কী খুব শীঘ্রই শেষ হবে মিঠাই?

যদিও ধারাবাহিকে নির্মাতারা জানিয়ে দিয়েছেন যে এত তাড়াতাড়ি ধারাবাহিক শেষ হচ্ছে না। আরো বেশ কয়েক মাস চলবে এই ধারাবাহিক কিন্তু যা কিছু শুরু হয় তার শেষও হয়। তাই দর্শকেরাও এখন রীতিমত চিন্তায় রয়েছেন যে, হয়তো শেষ করা করে দেওয়া হতে পারে এই ধারাবাহিককে। যদিও মিঠাই শেষ হলে সৌমীর ভক্তরা তাঁকে দেখতে চান অন্য রূপে। একজন নেটিজেন লিখেছেন, ‘মিঠাই শেষ হলেই আশা রাখি তোমায় ওয়েবসিরিজে দেখতে পাবো’। এবার শুধু এটাই দেখার যে প্রতিটির জগতে কবে পাড়ি জমাবেন অভিনেত্রী।

Related Articles