বাংলা সিরিয়াল

জ্যাস নাকি জগদ্ধাত্রী? বাস্তবে কেমন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক, জানালেন সাক্ষাৎকারে

সম্প্রতি কিছুদিন আগেই টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী। জি বাংলার পর্দায় প্রতিদিন এখন এই ধারাবাহিক দেখা যায়। শুরু থেকে ধারাবাহিক টিআরপি তালিকা ভালো ফলাফল করতে না পারলেও বর্তমানে ধীরে ধীরে টিআরপি তালিকায় জায়গা তৈরি করে নিচ্ছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকে জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এটাই তার প্রথম ধারাবাহিক। এর আগে তিনি মডেলিং জগতে কাজ করতেন। সেখান থেকেই স্নেহাশিস চক্রবর্তী স্টুডিওতে অডিশন দিয়ে এই ধারাবাহিকের জন্য সুযোগ পেয়েছেন অঙ্কিতা।

ধারাবাহিকে একজন মেয়ের দুটি রূপ ফুটিয়ে তোলা হচ্ছে। বাড়িতে সে খুবই শান্ত শিষ্ট, ভদ্র, নিরীহ প্রকৃতির মেয়ে। তবে বাইরে সে ততটাই প্রতিবাদী দাপুটে এবং কড়া ধাঁচের একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার। আর একজন মেয়ের এই দুটো রূপ দেখেই দর্শকদের ভীষণ ভালো লাগে এই ধারাবাহিক দেখতে।

দর্শকেরা মনে করেন প্রতিটি মেয়ের মধ্যে একটি প্রতিবাদী দিক থাকা প্রয়োজন। বিশেষ করে এখনকার সময়ে মেয়েদের একটুখানি প্রতিবাদী হওয়া উচিত। যাতে সমাজের খারাপ দিকগুলির সাথে তারা প্রত্যেকে লড়াই করতে পারে। দর্শকদের জগদ্ধাত্রীতে জ্যাস এর চরিত্রটি বেশি পছন্দের। তবে বাস্তবে অঙ্কিতা কেমন? জগদ্ধাত্রীর মত সরল সাদাসিদে? নাকি জ্যাজ এর মতন প্রতিবাদী সাহসী?

এক সাক্ষাৎকারে অঙ্কিতা জানিয়েছেন তিনি একটা সময় যেমন নম্র ভদ্র আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় তিনি জ্যাস এর মতন। অর্থাৎ বাস্তবেও অঙ্কিতারও দুটো দিক রয়েছে। অঙ্কিতা জানিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি বরাবর। প্রতিবাদ করেন অনেক সময়তেই। কিন্তু জ্যাস এর মতন এতটা বোল্ড চরিত্রের নয়ন তিনি। তাই জগদ্ধাত্রী এবং জ্যাস মিলিয়ে মিশিয়ে বাস্তবের অঙ্কিতা।

এছাড়াও অঙ্কিতাকে প্রশ্ন করা হয় প্রথম ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতা কেমন? প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান এটাই তার প্রথম ধারাবাহিক। আর এই ধারাবাহিকের হাত ধরেই তিনি প্রচুর মানুষের ভালবাসা পেয়েছেন। প্রচুর মানুষ তাকে উজাড় করে দিয়েছে নিজের ভালোবাসা।

আর এত মানুষের এত ভালবাসা আশীর্বাদ পেয়ে তিনি সত্যিই আপ্লুত। তিনি কখনো ভাবতেই পারিনি তিনি এত মানুষের ভালোবাসা পাবেন। অঙ্কিতা সাক্ষাৎকারে আরো জানান যে ধারাবাহিক জগতে আসার আগে তার এই সম্পর্কে কোন ধারণাই ছিল না। স্নেহাশিস চক্রবর্তী নিজের হাতে করে অঙ্কিতাকে তৈরি করেছে। ধারাবাহিক শুরুর আগে রীতিমতো ওয়ার্কশপ করেছেন অঙ্কিতা। তাই তিনি যতটুকু শিখেছেন সবটাই স্নেহাশিস চক্রবর্তীর কাছ থেকে।

Related Articles