বাংলা সিরিয়াল

দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেও বকুনি খেল সৃজন, বকুনি খেয়ে চুপ করে গেল কৃষ্ণার আদরের বাবু, মজার এই এপিসোডে কি হল জেনে নিন

দিদি নাম্বার ওয়ান এমন এক মঞ্চ যেখানে আপামর বাংলার মা মেয়েরা এসে মন খুলে তাঁদের জীবনকাহিনী বলতে পারে বাংলার দর্শক এবং তাঁদের সকলের প্রিয় দিদি রচনা ব্যানার্জিকে। তবে মাঝে মধ্যেই এখানে দেখা যায় জি বাংলার ধারাবাহিকগুলির তারকাদের আসতে, এখানে কখনো ধারাবাহিকের তারকারা আসেন, আর কখনো তাঁদের পরিবারের সদস্যদের সাথে আসেন। এদিন ধারাবাহিকের অভিনেত্রীরা এসেছিলেন, তবে তাঁদের সাথে এসেছিলেন তাঁদের মায়েরাও।

উপস্থিত ছিলেন অরিজিতা মুখোপাধ্যায়, সাথে ছিলেন ওনার মা লিপিকা মুখোপাধ্যায়। এখানে এসে বললেন নিজের কাহিনী। থিয়েটারই ছিল তাঁর প্রথম ভালোবাসা। একটা সময়ে ইংল্যান্ডের একটি থিয়েটার স্কুলেও শিক্ষকতা করেছেন তিনি। তবে এরপর বাবার শরীর খারাপ হওয়ায় তাঁকে বাড়ি ফিরে এসে পরিবারের হাল ধরতে হয়। এরপর কাজের জন্য তিনি শিক্ষকতা ছেড়ে আবারও নামেন অভিনয় জগতে। তবে থিয়েটারও চালিয়ে গেছেন তিনি সাথে সাথে।

তবে বেশ কয়েকটি ধারাবাহিকেও দেখা গেছে তাঁকে। অভিনেত্রীকে দেখা গিয়েছিল জি বাংলারই জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’তেও, একজন নেতিবাচক রাজনৈতিক চরিত্র ছিল তাঁর। তবে নেতিবাচক চরিত্রে তাঁকে আগেও দেখা গেছে সান বাংলার ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে। তবে বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। এখানে তাঁকে মুখ্য চরিত্র সৃজনের মা হিসেবে আমরা চিনি। যেখানে তাঁর চরিত্র সকলেরই অপছন্দের, তবে এটাই তাঁর অভিনেত্রী হিসেবে স্বার্থক তা বোঝা যায়।

এখানেও মজার ছলে অরিজিতা সৃজনকে একগাল বকা দিয়ে দিলেন। আর সাথে সাথেই ধারাবাহিকের একটি ক্লিপ চালানো হল যেখানে দেখা গেল বকা খেয়ে ভয়ে একেবারে মুখ শুকিয়ে গেছে সৃজনের। বকা দেওয়ার সাথে সাথে হেসে উঠলেন সকলে, সঞ্চালিকা রচনা ব্যানার্জিও ধরে রাখতে পারলেন না তাঁর হাসি। সব মিলিয়ে জমজমাট এক পর্ব আমাদের উপহার দিল দিদি নাম্বার ওয়ান।

Related Articles