বাংলা সিরিয়াল

‘আজকের পর আর কেউ আমাকে রিনি ডাকবে না’! এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের শেষ শুটিংয়ে কতটা মন খারাপ উর্মি সাত্যকির?কী বা বললো রিনি?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়। এই ধারাবাহিকের গল্প অন্যান্য ধারাবাহিকের থেকে একটু আলাদা রকমের ছিল। কারণ এই ধারাবাহিকের যে নায়িকা ছিল উর্মি সে অত্যন্ত ছেলেমানুষ এবং ভীতু টাইপের একটি ক্যারেক্টার ছিল যে যে কোনো কাজ একা করতে ভয় পেতো, আবার সব ধরনের কাজই সে অল্প অল্প করে শিখেছিল কিন্তু কোন কাজই সে কমপ্লিট করেনি। এইরকম একটি ইম্যাচিউর চরিত্রের সাথে দেখা হয় দায়িত্ব পরায়ণ এবং চরিত্র সাত্যকির,এরপর উর্মি চরিত্রের বদল ঘটে, সে জীবনে দায়িত্ব নিতে শিখে, তার ব্যক্তিত্বের মধ্যেও বদল আসে।

ঋত্বিক ও অন্বেষা অভিনীত ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় শেষ হয়ে যাচ্ছে।সম্প্রতি শেষ হলো এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের শুটিং এই ধারাবাহিকের শুটিংয়ে মন খারাপ উর্মি সাত্যকির। কলাকুশলী থেকে অনেকেরই চোখে জল চলে এলো শেষ দিনে।

এই প্রসঙ্গে অন্বেষাকে জিজ্ঞেস করলে তিনি বলেন,“ খারাপ লাগছে , কিন্তু আমি আমার ঝুলি ভর্তি করে নিয়ে যাচ্ছি ‌” অন্যদিকে ঋত্বিক জানান ‘সাত্যকি চিরকাল তার সাথে রয়ে যাবে’। দর্শকদের মান-অভিমান প্রসঙ্গে তারা বলেন, ‘দর্শকদের মান-অভিমান হবে সেটা স্বাভাবিক তবে এটা মেনে নিতে হবে যে একটা জিনিসের শেষ মানে নতুন কোন জিনিসের শুরু এবং শেষটা হবেই।’

অন্যদিকে ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র রিনি অর্থাৎ অভিনেত্রী মিশমি দাস সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট দিয়ে লেখেন,“ আজকের পর আর কেউ আমাকে রিনি ডাকবে না, কাউকে টুকাই দা ও টুকাই দা বলবো না, কাউকে শাকচুন্নি বলবো না, আমি আর রিনির মতো সাজবো না। Ei poth আমাকে অনেক দিয়েছে। অভিনয়ের জন্য একটি অস্বাভাবিক চরিত্র, একটি পুরস্কার, হাজার স্মৃতি এবং একটি নতুন স্বীকৃতি।

কিন্তু Ei poth আমাকে কিছু আশ্চর্যজনক বন্ধুও দিয়েছে, যারা পাশে থাকে, যারা ভালোবাসে আর তার সাথে দিয়েছে Annwesha Hazra কে, যাকে আমি একটু ও মিস করবো না কারণ ওর সাথে আমি রোজ দেখা করব ”

Related Articles