বাংলা সিরিয়াল

শর্মিলা দাসের নতুন ধারাবাহিক আসছে জি বাংলায়, নাম বৌমা দশকর্মা! কেমন হবে এই ধারাবাহিক?

জি বাংলায় একটার পর একটা নতুন ধারাবাহিক এসেই চলেছে। কিছুদিন আগেই যেমন জি বাংলায় রাত আটটার স্লটে এসেছে পল্লবী এবং রুবেলের নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। এক‌ইভাবে জি বাংলায় অপর একটি নতুন ধারাবাহিক এসেছে, এই ধারাবাহিকের নাম সোহাগ জল-এই ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে যে শ্বেতা আর হানি রয়েছেন। খুব শীঘ্রই জি বাংলায় আরো একটি ধারাবাহিক আসতে চলেছে সেই ধারাবাহিকের নাম রাঙ্গা বৌ। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন ত্রিনয়নী খ্যাত জুটি গৌরব আর শ্রুতি।

জি বাংলা আরো একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে এই ধারাবাহিকের নাম ‘খোলা হাওয়া’ এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভঙ্কর এবং স্বস্তিকাকে।-জি বাংলায় আসা এই সকল ধারাবাহিক গুলোই মূলত বিবাহিত জীবনের গল্পকে নিয়ে খোলা হাওয়া তো আরো একধাপ এগিয়ে বৌমা নয় বরং শাশুড়ি হওয়ার গল্প নিয়ে তৈরি।

কোন ধারাবাহিকে দেখানো হচ্ছে যে পরিবারের বিভিন্ন মানুষগুলির মধ্যে থাকা জটিলতাকে তো কোন ধারাবাহিকে দেখানো হচ্ছে নায়কের মধ্যে থাকা মানসিক চাপ এবং হতাশাকে , কোন ধারাবাহিকে আবার দেখানো হচ্ছে যে অসমবয়সী দাম্পত্যকে। কোন ধারাবাহিকের প্রোমোতে আবার ফুটে উঠছে নায়কের স্মৃতিভ্রষ্ট অবস্থায় এবং নায়িকার দোলাচলতা।

ভিন্ন ভিন্ন ধারাবাহিকের একের পর এক গল্প আসছে মূলত দর্শকদের মনোরঞ্জন করার জন্যই। একটা সময় এক একটা ধারাবাহিক ৩,৪ বছর ধরে চলত কিন্তু বর্তমানে খুব একটা দীর্ঘ সময় ধরে কোন ধারাবাহিককে চলতে দেখা যায় না, টিআরপির ওপর নির্ভর করে ধারাবাহিকের আসা-যাওয়া চলতেই থাকে। তবে সম্প্রতি জানা যাচ্ছে জি বাংলায় আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে।

এই ধারাবাহিকটি আবার পুরোপুরি মহিলা ভিত্তিক একটি ধারাবাহিক হবে এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় থাকবেন ‘শ্রীময়ী’ ধারাবাহিকের মিঠুদি অর্থাৎ অভিনেত্রী শর্মিলা দাস।-একজন সিরিয়াল প্রেমী দর্শক একথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে, “জি বাংলায় আসছে নতুন মহিলাভিত্তিক ধারাবাহিক “বৌমা দশকর্মা”, মুখ্য ভূমিকায় থাকবেন শ্রীময়ীর মিঠুদি – শর্মিলা দাস”।

প্রসঙ্গত উল্লেখ্য এই পোস্টটি সত্যি নাকি মিথ্যে তা জানা আমাদের পক্ষে সম্ভব হয় নি। হতে পারে তিনি পুরোটাই মজা করে লিখেছেন আবার এও হতে পারে তিনি কোনো বিশেষ সোর্স থেকে জেনে লিখেছেন, জি বাংলার প্রোমো না আসা অবধি কোনটাই নিশ্চিত ভাবে বলা যায় না।

Related Articles