বাংলা সিরিয়াল

ওরে ভাই ও বেঁচে আছে! প্রয়াত ফুটবল তারকা পেলে’কে শ্রদ্ধা জানাতে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রের ছবি পোস্ট করে ‘RIP’ লিখলেন অভিনেত্রী মধুমিতা সরকার, ‘জ্যান্ত ফুটবলার’কে মেরে ট্রোলের মুখে অভিনেত্রী

প্রয়াত প্রবাদপ্রতিম ফুটবল তারকা পেলে(Pele)। প্রথমে ম্যারাদোনা তারপর পেলে। ফুটবল জগত কার্যত পিতৃহীন হয়ে পড়ল এক নিমেষে। শোকে ভেঙে পড়েছে গোটা দুনিয়া। ফুটবল জগত থেকে সাধারণ মানুষ সকলেই নিজেদের মতন করে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন কিংবদন্তিকে।

আর বাকি পাঁচজন তারকা যখন পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে শামিল তাদের দলে মিশে গেলেন মধুমিতা সরকার(Madhumita Sarcar)। যিনি এখনো পর্যন্ত লোকের কাছে পাখি নামে বেশি পরিচিত। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পরিচিতি পান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।

বড় পর্দা ,ওয়েব দুনিয়া সব জায়গাতেই নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন মধুমিতা। তবে এবার করে বসলেন এক চরম ব্ল্যান্ডার। ফুটবল তারকাকে শ্রদ্ধা জানাতে গিয়ে করে বসলেন এক চরম ভুল। তারপরেই সোশ্যাল মিডিয়া ক্ষোভ উপড়ে দিয়েছে তার ওপর। শুরু হয়েছে বিভিন্ন পেজের তরফ থেকে ট্রোলিং(Troll)।

পেলের মৃত্যুর(Pele Death News) খবর পাবার পরেই তাকে শ্রদ্ধা জানাতে একটি ছবি শেয়ার করেন তিনি। একটি ছবি পেলের থাকলেও অন্য ছবিতে ছিলেন অপর একজন ফুটবল তারকা ভিনেসিয়াস জুনিয়র(Vinicius Junior)। সবাই তাকে ভিনি.জে হিসেবে চেনেন। এবারের বিশ্বকাপে গোটা বিশ্ব সাক্ষী থেকেছে তার দুর্দান্ত পায়ের জাদুর। তার ছবি দিয়ে ক্যাপশনে লিখে দিয়েছেন ‘আরআইপি লেজেন্ড’।

সম্ভবত ফুটবল নিয়ে তেমন একটা নলেজ নেই মধুমিতার। তাই হয়তো ভিনিকে চেনেন না তিনি। তবে জীবিত তারকার ছবি দিয়ে ভুল করে মধুমিতার দিকে এসেছে একাধিক কটুক্তি। যদিও সঙ্গে সঙ্গে তিনি সেই পোস্ট ডিলিট করে দিলেও নজর এড়ায়নি নেটিজেনদের। তার স্ক্রিনশট তুলে শুরু হয় ট্রোলিং।

কেউ লিখেছেন একটু ফুটেজ খাওয়ার চেষ্টা, আবার অপর একজন লিখেছেন ফুটবলের ফ না জেনে গা ভাসিয়ে দেওয়ার মত ব্যাপার। আবার কেউ কেউ হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই পোস্ট এক্ষুনি ডিলিট করে দিন না হলে রাতের ঘুম উড়ে যাবে আপনার।

তবে মধুমিতা আবার একটি ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে। যেখানে পেলের একার ছবি দিয়ে ফুটবল তারকাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

Related Articles