বাংলা সিরিয়াল

‘মিঠিকে সিডের কাছে অসহ্য বানিয়ে তুলবার জন্যই মিঠাই কে নিয়ে এলো সৌমি! নিজের কবর নিজেই খুঁড়লো সে!’এপিসোড দেখে বলছেন নেটিজেনরা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই তে দেখা যাচ্ছে যে, মিঠি গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সিদ্ধার্থ একটু একটু করে মিঠির কেয়ার নিতে শুরু করেছে। মিঠি ঠিকমতো ওষুধ খাচ্ছে কি খাচ্ছে না, সেই সব দিকে সে নজর রাখছে। অন্যদিকে সিদ্ধার্থকে এইভাবে মিঠির নজর রাখতে দেখে জ্বলে পুড়ে যাচ্ছে সৌমি।

সে এইসব দেখে বলছে মিঠিকে যে তাড়াবে এবার তার আসা প্রয়োজন। এরপরই ধারাবাহিকে দেখা যায় যে, মিঠাই ধারাবাহিকে গোপালের গান গাইতে গাইতে হুবহু মিঠাই এল মত সেজে এন্ট্রি নিয়েছে একটি মেয়ে। তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার পিছন দিক দেখে মনে হচ্ছে সে মিঠাই। গোপালের গান শুনে সিড আর মিঠি দুজনেই চমকে গিয়ে নীচে দেখতে আসে কে গান গাইছে?

এই এপিসোড দেখে সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন যে,“যতটুক মনে হচ্ছে মিঠাইয়ের মতো অন্য কাউকে সাজিয়ে,মিঠাইয়ের কথাবার্তা,চালচলন দেখিয়ে সিডকে কনফিউজড করে মিঠাইকে সিডের কাছে সতেজ করে তোলার জন্য নিপার মামাতো বোন এসব করবে…হবুহু মিঠাইয়ের মতো কাউকে বা সার্জারি করে কাউকে আনবে না…মিঠাইয়ের কাল্পনিক চরিত্রটা সিডের সামনে এনে মিঠিকে সিডের কাছে অসহ্য বানিয়ে পেলার জন্য মূলত এসব করবে নিপার ওই মামাতো বোন..এরকম হলে তারপরেও কিছুটা মানা যাবে…কিন্তু সবার পোস্ট দেখে যা বুঝলাম প্লাস্টিক সার্জারির মাধ্যমে মিঠাইয়ের ত্রিফল চরিত্র আনলে সেটা সত্যিই হ-য-ব-র-ল লাগবে….বাকিটা রাখি মেম জানেন”

আরেকজন আবার লিখেছেন যে,“এই মেয়ে টা মিঠাই না দেখে অনেকেই আশাহত হলে,আর বলছো আর দেখবে না,আবারো নাকি তোমরা ছ্যাকা খেলে।আচ্ছা এই মেয়েটা মিঠাই হলে ভালো হবে সেই আশা টাই বা তোমরা করেছিলে কিভাবে??
যদি এই মেয়েটা মিঠাই হতো তাহলে কি সেটা খুব বেশি শোভনীয় দেখাতো????যেভাবে ই হোক মিঠির সাথে সিড এর বিয়ে হয়ে গেছে,,,
এক পাশে মিঠি আরেক পাশে মিঠাই, সিড এর পাশে ২ বউ,মিঠি ও মিঠাই তখন কি সেটা শোভনীয় লাগতো?????
বরং ঐ মেয়েটা মিঠাই না দেখেয় কিছুটা ক্লিয়ার হলো মিঠিই শেষমেশ মিঠাই হবে।
মিঠি যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে ট্র্যাক টা সম্পূর্ন অন্যভাবে এগোতো।সিড এর সাথে মিঠির প্রেম অন্য ভাবে দেখাতো।
মিঠাই এর সাথে যা যা হয়েছিলো সেসব কিছুর পুনরাবৃত্তি মিঠির সাথে হতো না। আর বারবার মিঠাই এর নাম টাও উঠে আসতো না,মিঠি অন্য কেউ হলে মিঠাই এর অস্তিত্ব ই থাকতো না,আর বারবার মিঠাইকে কেন্দ্র করে যা সব হচ্ছে এগুলোও হতো না। বরং শুধু মিঠি আর সিড কে কেন্দ্র করে সম্পূর্ন নতুন ভাবে গল্প টা এগোতো। মিঠাই নিয়ে এতগুলা ট্র্যাক আসতোই না।
আর ফ্যান হয়ে এমন কোনো মন্তব্য করো না যে ক্যারেক্টার গুলি কে নিয়ে হ্যাটার রা খিল্লি করতে পারে! মিঠির প্রতি সিডের এই কনসার্ন যদি ভালো না লাগে তাহলে দেখো না তবুও বাজে মন্তব্য করো না সিড বা মিঠি কে নিয়ে।সিড শুরু থেকে এখন অব্দি তার জায়গাই ঠিক ছিলো,আছে আর থাকবে।গল্পের গরু গাছে উঠে গেলেও সিড এর ক্যারেক্টার টা কখনোই নষ্ট করবে না রাখি ম্যাম।
মিঠির গুলি লাগলে সিড আগে মিঠি কে না দেখে শাক্য কে জড়িয়ে ধড়েছিলো দেখে সেটা নিয়েও তাকে কথা শুনতে হয়ছে আবার মিঠি কে সামান্য ঔষধ খাইয়ে দিয়েছে বলে সেটা নিয়েও বেচারাকে কথা শুনতে হয়ছে।বেচারা যে কোনদিকে যাবে!”

Related Articles