বাংলা সিরিয়াল

‘ঘাড় ধরাটা সম্ভব নয় কারণ কনট্র্যাক্ট ক্লজে লেখা থাকে ফিজিক্যাল হওয়াটা বেআইনি’ – কৌশম্বির সাথে সম্পর্ক নিয়ে কটাক্ষ করছেন নেইজেনরা, এবার তাদের সপাটে জবাব দিলেন আদৃত

বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে আদৃত আর কৌশম্বির প্রেম নিয়ে সমালোচনা হয়েছে। এই খবর আর জানতে কারুর বাকি নেই যে পর্দার দিদিয়ার সাথে প্রেম করছেন আদৃত। তবে এই সম্পর্ককে ঘিরে মিঠাই ভক্তরা দু ভাগে ভাগ হয়ে গিয়েছেন। তবে এসব নিয়ে মাথা ঘামান না এই তারকা জুটি। ১লা মে শ্রমিক দিবসে স্টুডিও পড়া ছুটি থাকার ফাঁকেই একটু নিজেদের মধ্যে সময় কাটিয়ে আসলেন তাঁরা।

নিজেরা একসাথে কোনো ছবি পোস্ট না করলেও এ কথা কারোর বুঝতে বাকি নেই যে ডেটে গিয়েছিলেন কৌশাম্বি এবং আদৃত। দর্শকের ঈগলের চোখে ধরা পড়েছে কৌশাম্বির চোখের চশমাটি। এই নিয়েই রীতিমত শুরু হয় ঝামেলা। আদৃতের অ্যাকাউন্টের পোস্ট করা ছবির কমেন্ট সেকশনে গিয়ে অনেকে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। প্রেম করলে তা জানানোর মত সৎ সাহস থাকা উচিত এমন কথাও দেখা গিয়েছে।

একজন যেমন লিখেছেন, ‘আদৃত এবং কাক (কৌশাম্বি)-এর জন্য মিঠাই সিরিয়ালের খারাপ হাল। জি বাংলা দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করলে খুশি হব’। এতদিন মুখ বুজে চুপচাপ সব সহ্য করলেও এবার নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে কড়া জবাব দিলেন তিনি। তিনি লিখেছেন, ‘আহা নির্বোধ! শুধু জি কেন? কলকাতা শবর এবং বাংলাদেশের যত্ত প্রোডাকশন হাউজ আছে সবাইকে ট্যাগ করো এবং বলো আমাকে বার করতে’।

তাঁর সংযোজন, ‘ঘাড় ধরাটা সম্ভব নয় কারণ কনট্র্যাক্ট ক্লজে লেখা থাকে ফিজিক্যাল হওয়াটা বেআইনি। কিন্তু আট থেকে আশি, আমার দর্শক আমাকে এতটাই ভালোবাসে যে আমি যেভাবেই হোক পর্দায় আসতে থাকব শুধুমাত্র তাদের জন্য! তোমার ১০ মিনিট লেগেছে ফেক প্রোফাইল তৈরি করে আমার প্রোফাইলে এসেছে কমেন্ট করতে। আমি নূরজাহানের শ্যুটিং শুরু করেছিলাম ২০১৭ সালে। নয় নয় করে ৬ বছর হয়ে গেল কেরিয়ার তৈরি করতে….. আজও সব থেকে খারাপ পরিস্থিতিতে স্ট্রাগল করি আমার শুভাকাঙ্খীদের মুখে হাসি ফোটাতে আর নিজের স্বপ্ন পূরণ করতে। ৬ বছরের অভিজ্ঞতা থেকে বলছি শিল্পীকে কোনও প্রযোজনা সংস্থা নয়, দর্শক তৈরি করে…’।

এর পরেও যদিও বন্ধ হয়নি আক্রমণ। তবে আদৃতের কমেন্ট বক্স থেকে কিছুক্ষণের মধ্যেই মুছে যায় সমস্ত কটাক্ষ। তবে এরই মধ্যে আবার বাংলা নিয়েও কথা শুনতে হয় অভিনেতাকে। যদিও এই কথার উচিত জবাব দিয়ে অভিনেতা লেখেন, ‘মাসি মা বাংলাটা একজন বাঙালি শিল্পীর লেখা যে দিনরাত বাংলায় হাজার হাজার ডায়লগ মুখস্থ করে স্ক্রিনে বলে খুবই অল্প সময়ের মধ্যে! নিজের বাঙালিয়ানা আপনার মতো কিছু মানুষের কাছে প্রমাণ করার প্রয়োজন মনে করি না’।

তাঁর আরো সংযোজন, ‘আর আমাকে যারা ভালোবাসেন তাঁরা ইতিমধ্যেই স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন। সেগুলো দেখে নিজেকে একটু এডুকেট করুন মাসিমা। আপনার দলের লোক ফেক প্রোফাইল বানিয়ে লেখার ধক আছে কিন্তু আমার কথার রিপ্লাই করার সময় আসলে নিজের প্রোফাইল আর কমেন্ট সবটাই ডিলিট করে দেয় এই অস্তিত্বহীন কিছু প্রোফাইল! অন্তত এই ‘ডাউন টু আর্থ ইগোলেস অ্যাক্টর’ নিজের ভেয়ারিফায়েড পেজ থেকে রিপ্লাই করার ধক তো আছে’।

তিনি আরো বলেন, ‘ভালো থাকবেন মাসিমা আর মাথায় রাখবেন ‘Superficial Knowledge can be very harmful’ (‘অল্পবিদ্যা ভয়ঙ্করী’)। যাহ, আবার ইংরাজিতে লিখে ফেললাম, আমার বাঙালিয়ানা ৫% কমে গেল বলুন’। প্রসঙ্গত যেখানে মিঠাই ধারাবাহিক শেষ হওয়া নিয়ে সমালোচনা তুঙ্গে সেখানে বারবার হচ্ছে নানান ধরনের সমালোচনা। এরমধ্যে সৌমি আর আদৃতের সম্পর্ক নাকি একেবারে তলানিতে। সেই নিয়ে বরাবর দোষ পড়েছে কৌশম্বির আর আদৃতের সম্পর্কের ওপর। এতো দিন চুপ থাকলেও এবারে মুখ খুললেন অভিনেতা।

Related Articles