বাংলা সিরিয়াল

এত কিপটে প্রোডাকশন জীবনে দেখিনি! সিডের গা থেকে ব্লেজার খুলে পরালো মিঠির হবু বরকে! জী কাকুকে কিপটে বলে তুলোধোনা করছে মিঠাই ভক্তরাই

এই মুহূর্তে জি বাংলার(Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই(Mithai)। দুষ্টু মিষ্টি এই প্রেম কাহিনী সেই সঙ্গে এক পারিবারিক গল্প জমিয়ে দিয়েছে আসর। উচ্ছে বাবু আর মিঠাইয়ের প্রেম এখন জমে ক্ষীর। টিআরপি তালিকাতে একটা সময় প্রথম স্থান অধিকার করলেও এখন শুধুমাত্র বাঙ্গালীদের মনেই জীবিত রয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়ক নায়িকা থেকে বাকী চরিত্র প্রত্যেকেই এতটাই প্রাণবন্ত যে দর্শক এই ধারাবাহিক না দেখার কথা ভাবেন না।

তবে ধারাবাহিকের নায়ক আদৃত অর্থাৎ সকলের পছন্দের উচ্ছেবাবু কিন্তু খুবই হ্যান্ডসাম। বলা যেতে পারে মিঠাই ধারাবাহিকের সাফল্য হবার অন্যতম কান্ডারী তিনি নিজে। এই ধারাবাহিক একাধিক কারণে শিরোনামে উঠে আসে মাঝে মাঝে। এই যেমন কিছুদিন আগেই মিঠাইয়ের বরের সাত চুরি করে নিয়েছিল জি বাংলার অন্য ধারাবাহিকের হিরো ইন্দ্র। সোশ্যাল মিডিয়াতে চোখের নিমেষে সেই ঘটনা ভাইরাল হয়েছিল। তুমুল সমালোচনাও হয়েছিল সেটা ঘিরে।

তবে জামা কাপড়ের অদল বদল এটা খুব একটা নতুন ঘটনা নয়। এর আগেও একাধিক ধারাবাহিকের বিভিন্ন চরিত্রদের জামা কাপড় পড়তে দেখা গিয়েছে একই ধারাবাহিকের অন্য চরিত্রদের অথবা অন্য ধারাবাহিকের বিভিন্ন চরিত্রদের। এ যেমন কিছুদিন আগেই পিলুর একটি শাড়ি পড়েছিল সৃজনের বৌদি মৌমিতা। আবার অন্যদিকে স্টার জলসার কথা যদি বলা হয় তাহলে মোহর আর তার স্যার নিজেদের ঘরের চাদর সঙ্গে করে নিয়ে এসেছেন c ধারাবাহিকে।

এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল মিঠাই ধারাবাহিকেই। মিঠাইয়ের উচ্ছেবাবুর পছন্দের একটি জামা চুরি হয়েছে। আর সেটা আবার পড়েছে মিঠির হবু বর। বর্তমানে মিঠাই ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র মিঠি। ডক্টর রোহিত ব্যানার্জির সঙ্গে তার প্রেম গাঢ় হলেও তার বাবা অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক করেছিল। আর সেই ব্যক্তির গায়ে সিদ্ধার্থের ব্লেজার দেখে বেশ খেপে গিয়েছেন কিছু দর্শক। তবে শুধুমাত্র যে সেটা ব্লেজার এমনটা নয়। সেটা খুব গুরুত্বপূর্ণ একটি পোশাক। কারণ মিঠাই আর সিডের প্রথম বিয়ের রিসেপশনে সেটা সে পড়েছিল। এত গুরুত্বপূর্ণ একটি পোশাক কিভাবে জি বাংলা পূর্ণ চরিত্রকে পড়তে দিতে পারে। কেউ কেউ আবার প্রোডাকশনের টাকা নেই, গরিব এসব কথাও বলেছে। সোজা কথায় সিধাই ভক্তরা একেবারেই মেনে নিতে পারেনি বিষয়টা।

Related Articles