বাংলা সিরিয়াল

মিঠাইতে নাকি পরকীয়া নেই! সব দোষের ভাগী হয় শুধু লীনা পিসি! শ্রী-রাতুল-পায়েলের নতুন পরকীয়া দেখে ট্রোল করছে কটাক্ষকারীরা,ঝামা ঘষলো ‘অহংকারী মিঠাই’ ভক্তদের মুখে!

জি বাংলা(Zee Bangla)র সবথেকে জনপ্রিয় ধারাবাহিক মিঠাই(Mithai)। এই ধারাবাহিক সবদিক থেকেই আলাদা। অন্তত তাদের ভক্তদের এমনটাই মত। দীর্ঘ দু’বছর দু মাস পেরিয়ে গেলেও জনপ্রিয়তা নিরিখে এখনো মিঠাই টেক্কা দিতে পারে যে কোন ধারাবাহিককে। জি বাংলা এই মুহূর্তে সবচেয়ে পুরনো ধারাবাহিকের মধ্যে একটি মিঠাই।

যার মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে সৌমিতৃষা কুন্ডু এবং আদৃত রায়কে। তবে শুধু নায়ক নায়িকা নয় ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র সমান গুরুত্বপূর্ণ দর্শকদের কাছে। সব মিলিয়ে মিঠাই যেন একটা পরিবার হয়ে উঠেছে। যে পরিবারের অংশ দর্শকেরাও। সবার ভালো-মন্দ বিপদে-আপদে পাশে থাকা এই সব কিছু নিয়ে এগিয়ে চলেছে মিঠাই।

তবে মিঠাই ভক্তদের একটা অহংকারও রয়েছে। কোন কুটকাচালি নেই, বহুবিবাহ নেই, পরকীয়া নেই। তাই এই ধারাবাহিকের সঙ্গে কারোর তুলনা চলে না। এমনকি মিঠি আসার পরেও সে কখনোই সিদ্ধার্থ এবং মিঠাইয়ের মাঝে আসেনি। এই নিয়ে কম অহংকার ছিল না মিঠাই ভক্তদের। তবে এবার যেন না চাইতেই মুখ পুড়লো তাদের।

বর্তমানে রাতুল এবং শ্রী অর্থাৎ মিঠাইয়ের ননদ এবং তার বরের নতুন এক চরিত্র এসে হাজির হয়েছে। সে আবার রাতুলের স্টুডেন্ট পায়েল। পায়েল চাইছে শ্রীতমাকে সরিয়ে সে নিজে জায়গা পাকা করবে। এইজন্য সে মিথ্যে দোষ দিয়ে শ্রীকে জেল পর্যন্ত খাটিয়েছে। যদিও তার মিথ্যে প্রমাণ ধোপে টেকেনি। বেরিয়ে এসেছে শ্রী।

তবে এতকিছুর মধ্যেও কোথাও গিয়ে রাতুল পায়েলকে সাপোর্ট করছে। আর রাগ দেখাচ্ছে নিজের বউয়ের ওপর। রাগে ভাঙচুর করছে। এমন একটা ব্যবহার করছে যেন যেন তার ছাত্রী ঠিক আর তার স্ত্রী ভুল। এই নিয়ে বেশ মনোমালিন্য সৃষ্টি হয়েছে দুজনের মধ্যে। স্বাভাবিকভাবেই মিঠাই ভক্তরা এটা মানতে পারছে না। কারণ এতদিন ধরে রাতুল চরিত্র টিকে যেভাবে দেখানো হয়েছে ভক্তদের দাবি এই রাতুল চরিত্রটি একেবারেই সেই রকম নয়। যে রাতুল স্পষ্টবাদী প্রতিবাদী ছিল হঠাৎ করে লেখিকা তাকে অন্যভাবে দেখাচ্ছে। আর তাতে বেশ রেগেও গিয়েছে তারা।

আর এই সুযোগকে একেবারেই হাতছাড়া করল না কটাক্ষকারীরা। সঙ্গে সঙ্গে তাদের মন্তব্যকে তুলে ধরে এক নেটিজেন লিখেছেন,’ তারপরও কিছু মিঠাই ফ্যান বলবে এইটা পরকীয়া নয় রে পাগলা, এইটা বাস্তবতা তুলে ধরেছে। যত পরকীয়া দোষ পিসি ঘোষ’।

Related Articles