বাংলা সিরিয়াল

‘মিঠাইকে ছেড়ে মিঠিকে এত প্রায়োরিটি কেন! মিঠি ছাড়া সিড মিঠাইয়ের কথা বলার টপিক নাই? মিঠিই নাম রেখে দিন’মিঠিকে বেশি প্রায়োরিটি দেওয়ায় তুমুল ট্রোল মিঠাই!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। দুই বছর ধরে চলা এই ধারাবাহিক জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে আজও। এক সময় একাধিকবার এই ধারাবাহিক বঙ্গ সেরা হয়েছে আর একাধিক বার স্লট ছিনিয়ে নিয়েছে। মিঠাই আর উচ্ছে বাবুর রসায়নে শুরু হয়েছিল এই ধারাবাহিক, উচ্ছে বাবুর বিয়ে না মানা এবং মিঠাই এর সাথে ঘটনাচক্রে বিয়ের পর ধীরে ধীরে বিয়ে কে মানতে শুরু করা এরপর তাদের একসাথে হয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা, তাদের এক ছেলে শাক্যর জন্ম ও বেড়ে ওঠা ইত্যাদি কাহিনীতে ভরপুর ছিল মিঠাই ধারাবাহিকের এপিসোড।

এরপর এই ধারাবাহিকে একটা টাইম লিপ নেয়, তার আগে দেখানো হয় শাক্যকে বাঁচাতে গিয়ে একটা এক্সিডেন্টে মৃত্যুর সম্মুখীন হয়েছে মিঠাই, তারপর ধারাবাহিকে এন্ট্রি নেয় মিঠি নামের একটি চরিত্র যে হুবহু মিঠাই এর মত দেখতে হলেও মিঠাইয়ের সাথে তার কোন মিল নেই,শাক্যর পার্টনার হয়ে ওঠে সে। ঘটনাচক্রে মিঠির সাথে সিদ্ধার্থর বিয়ে হয়, এই ঘটনার বহু সময় পর স্মৃতি শক্তি হারিয়ে মিঠাই ফিরে আসে তার মেয়ে মিষ্টিকে নিয়ে, জানা যায় অ্যাক্সিডেন্টের সময় মিঠাই প্রেগন্যান্ট ছিলো।

এরপর মিঠির সাথে রোহিত ডাক্তারের রসায়ন, ডাক্তারের মিঠির প্রেমে পড়ে হাবুডুবু খাওয়া ও শেষে হল্লা পার্টি, সিড ও মিঠাইয়ের একসাথে প্ল্যান করে মিঠিকে কিডন্যাপ করে ডাক্তার বাবুর সাথে বিয়ে দিয়ে দেওয়া ইত্যাদি গল্প ধারাবাহিকে দেখানো হতে থাকে। ধারাবাহিকে মিঠাইকে দেখানো হোক অথবা মিঠিকে দর্শকরা কিন্তু গল্পটা বেশ এনজয় করছেন বলা যায়। তবে সম্প্রতি এই ধারাবাহিক নিয়ে দর্শকদের একাংশের মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

দর্শকদের একাংশের বক্তব্য, ধারাবাহিক তার মূল গল্প থেকে সরে এসেছে, এখন মিঠাই এর পরিবর্তে মূল ফোকাস হয়ে দাঁড়িয়েছে মিঠি। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন, “#মিঠাই
আমি বুঝতে পারছিনা যে মিঠিকে এত্ত priority দেওয়া কেন হচ্ছে ???? মিঠির screen presence অনেক গুন বেশি মিঠাইয়ের তুলনায়,,, whyy ????? যখন মাঝখানের কিছু সময় মিঠাই ছিল না,,, তখন একজন lead তো দরকার,, তাই মিঠিকে আনা হয়েছিল আর আমরাও সাদরে গ্রহণ করেছিলাম তাকে as if “মিঠিই হয়তো মিঠাই”” এটা ভেবে।। তারপর জন্য সিডের সাথে বিয়ে দেওয়া হলো,,, তখন সত্যিইই আমরা sure ছিলাম যে তাহলে নিশ্চিত স্বরূপ এটাই মিঠাই।।। তারপর আমাদের সাধের ধারণা কে দুমড়ে মুচড়ে দিয়ে মিঠাই ফিরে এলো,,,, ঠিক আছে মানলাম মিঠি মিঠাই আলাদা,,,, তাহলে তখন যখন নায়িকা ফিরেই এলো,, তখন মিঠি chapter stop করা হলো না কেন ???
গল্পের নাম “মিঠাই”,, অথচ সিনে মিঠাই উপস্থিত থাকা সত্ত্বেও মিঠির priority এত বেশি কেন ????
যদি লেখিকার এত style ই পছন্দ,,, তাহলে সেটা মিঠাইয়ের উপর দিয়ে কেন experiment করছেন না ????? 24 ঘন্টাই শুধু “মিঠি কীর্তন” শুনতে হচ্ছে simmply disgusting
মিঠাইকে একটা ভালো শাড়ি দিতেই ,, ওদের অবস্থা খারাপ হয়ে যেত,,,,, আর এখন মিঠিকে কি দারুন দারুন শাড়ি দিচ্চে…. কেন এইটা হচ্ছে ???
মিঠাই ফিরে আসার থেকে শুধুই অন্যের জীবনের সমস্যাই সমাধান করে যাচ্ছে,,, কিন্তু নিজের জীবনের অমীমাংসিত সমস্যা তাহলে কে মেটাবে ???? হল্লাপার্টি তো সমস্যা সমাধান করতে দেবেনা ,,, তাহলে নিজেদেরকেই সময় বের করে করতে হবে,,,,
সিডের কি মিঠাইয়ের সাথে কথা বলার “Topic” ফুরিয়ে গেছে ???? কথা বলার কিছু না থাকলে,,, এতদিন ফটোর সামনে দাঁড়িয়ে যেগুলো বলতো,, সেগুলোই নাহয় আওড়াতো
তা না করে, সবার সমস্যায় ভাই-বোনের মতন পাশাপাশি দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই।।।।

যে মিঠাই এত বিস্বাস করতো উচ্ছেবাবুকে,,, তার কিসের এতো সংকোচ উচ্ছেবাবুর কাছে যেতে ????? যে সিড RICKY হিসেবে দিনের পর দিন ANGIE র সাথে একই FLAT এ থেকে গেল,, তখনও তো মিঠাইয়ের মনে কোনো সন্দেহের বীজ তৈরি হয়নি,, তাহলে আজ কেন ???? কেন এতো দ্বিধা উচ্ছেবাবুর স্পর্শ পেতে ???

Rajendra Prasad Das SIR আর লেখিকা ম্যাম ,, দয়া করে আমাদের সাধের “সিধাই” কে আমাদের কাছে ফিরিয়ে দিন,, আমরা তো বেশি কিছু চাইনি ,,, একটু নিভৃতে ওদের কথোপকথন দেখতে চেয়েছি,, ব্যাস আর কিছু না,,, এইটুকু আপনাদের থেকে আশা করাই যায়।।।
আর যদি সেটা না-ই পারেন,, তাহলে একটা কাজ করুন,,, গল্পের নামে মিঠাই এর “ই” টা তুলে দিন আর তার বদলে “ঠি” যোগ করে দিন
perfect হবে
কিন্তু এই অবমাননা আর নেওয়া যাচ্ছে না
যে মিঠাই রেগে গেলে সকলে কাঁপতে থাকতো,, আজ কোথায় গেল সেই রাগ,, সেই দাপট ????
বরং মিঠিকে focus করতে গিয়ে,,,, আজ মিঠাই “চরম পর্যায়ে maline” হয়ে পড়েছে”- যদিও দর্শকদের মধ্যে প্রচুর মানুষ এই কথার বিরোধিতা করে বলেছেন, ধারাবাহিকে এখন খুব ব্যালেন্সড এপিসোড হচ্ছে, মিঠি মিঠাই দুজনকেই দেখাচ্ছে তবে মিঠাই স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার জন্য তার স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে সেই সময়টা মিঠিকে দেখানো হচ্ছে দর্শকদের আকর্ষণ ধরে রাখার জন্য।

Related Articles