বাংলা সিরিয়াল

‘সবাই নাম ধরে ডাকে বলে মিঠাইয়ের ছেলে ছোট্ট শাক্য‌ও মিঠাই নাম ধরে ডাকবে? এটা কেমন হলো!’-শাক্যর মুখে মিঠাই,উচ্ছে নাম ধরে সম্বোধন শুনে তাজ্জব নেটিজেনরা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিক নিয়ে দর্শকদের আমোদ ও আহ্লাদের শেষ নেই। প্রচুর মানুষ এই ধারাবাহিক পছন্দ করেন। ধারাবাহিকের মধ্যে যে যৌথ পরিবারের গল্প রয়েছে তা দর্শকদের মন জয় করে নিয়েছে। এই ধারাবাহিকে দেখানো হয়েছে যে মনোহরা পরিবারের প্রত্যেকটি সদস্য কিভাবে একে অপরকে ভালোবাসে এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ায়। এই ধারাবাহিকে মিঠাই এবং উচ্ছে বাবুর রসায়ন ও অধিকাংশ দর্শকের খুব পছন্দের।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে যে মিঠাই এর ছেলে হয়েছে আর তার নাম শাক্য। সে রীতিমত বড় হয়েছে এবং তার স্কুলে ভর্তির ও বয়স হয়েছে কিন্তু শাক্যকে স্কুলে ভর্তি করা নিয়ে নানান রকম সমস্যা সৃষ্টি হয়েছে, কারণ মিঠাই স্পোকেন ইংলিশ সেভাবে জানে না, তাই সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু ধারাবাহিকের দর্শকদের অন্য আরেকটি জিনিস চোখে লেগেছে তা হলো শাক্যের সম্বোধন।

প্রতিটি শিশুই সবার আগে মা বলতে শেখে। পরিবারই তাকে সেটা শেখায় ‌‌, মিঠাই সিদ্ধার্থ‌ও ঠিক করেছিলো যে, তাদেরকে তাদের ছোট্ট ছেলে কী বলবে? মিঠাই কে বলবে মা, আর সিডকে বলবে পা। কিন্তু ধারাবাহিকে দেখা যাচ্ছে শাক্য বড় হয়ে মিঠাই কে মিঠাই বলে ডাকছে। মাকে নাম ধরে ডাকাটা দর্শকদের চোখে ভালো লাগেনি।

এই নিয়ে একজন নেটিজেন লিখেছেন,“সবাই তো মিঠাই কে নাম ধরেই ডাকে,,সেটা ছোট -বড় যেই হোক।কিন্তু শাক্য কে দিয়ে রাইটার ম্যাম এর কি মিঠাই এর নাম ধরে না ডাকালে ভালো লাগছিল না।বড্ড চোখে লাগছে নিজের মাকে নাম ধরে ডাকাটা।ইভেন সিডকেও মেবি উচ্ছেই বলে।প্রথমদিন ভেবেছিলাম হয়তো দুষ্টুমি করে নাম ধরে ডাকছে কিন্তু এখন তো দেখছি continuously মিঠাই মিঠাই করেই যাচ্ছে।সবকিছুকেই ফানিভাবে present না করে কিছু জিনিস তো সম্পর্কের basis এ seriously present করাই যায়।”

Related Articles