বাংলা সিরিয়াল

লালনের মানসিক বিভ্রান্তি দেখিয়েই বাজিমাত করলো ‘ধুলোকনা’ দেবী হয়েও বঙ্গ সেরা হতে পারল না ‘গৌরী এলো’! এই সপ্তাহের টিআরপি দেখলে রীতিমত চমকে যাবেন!

আজ যে রাজা, কাল সে ফকির এই কথাটি বাংলা ধারাবাহিকের টিআরপির ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। বাংলা ধারাবাহিকের টিআরপি যেন দাবার খেলা যে কোন মুহূর্তে চাল বদলে যেতে পারে। পুরো খেলাটাই ঘুরে যেতে পারে। এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক গুলো একদিন বঙ্গ সেরা ৫ ধারাবাহিকের বাইরে বেরিয়ে যায় এবং টিআরপি কমতে কমতে সেই জনপ্রিয় ধারাবাহিকগুলি শেষ হয়ে যায় আবার দেখা যায় যে ধারাবাহিক গুলোকে বঙ্গ সেরা ধারাবাহিক বা প্রথম দিকের শীর্ষস্থানীয় ৫ ধারাবাহিকের মধ্যে কল্পনা করা যায় নি সেই ধারাবাহিকগুলি বাজিমাত করছে।

তবে এই সপ্তাহের ধারাবাহিক দেখে দর্শকরা চমক খেয়েছেন বিশাল। ‌ স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণাতে বেশ কয়েক দিন ধরে লালনের মধ্যে একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে কেউ সেটাকে বলছে চরিত্রহীনতা কেউ আবার বলছেন মানসিক বিভ্রান্তি।-লালনের চরিত্রের এই দ্বন্দ্ব প্রকাশিত হওয়ায় ধারাবাহিকের টিআরপি কম হবে এমনটাই আশা করেছিলেন বেশিরভাগ মানুষ কিন্তু ফল হল সম্পূর্ণ উল্টো গত সপ্তাহের মতো এইবার ধুলোকণা বেঙ্গল টপার হয়েছে। অন্যদিকে দেবীত্ব অর্জন করেও দর্শকদের মনের মধ্যে সেই ভাবে জায়গা করতে পারেনি- টপ ফাইভে থাকলেও বঙ্গ সেরা ৩ ধারাবাহিকের থেকে ছিটকে গিয়েছে গৌরী এলো, টানটান ধামাকাদার এপিসোড দেখিয়ে টিআরপি ধরে রেখেছে জগদ্ধাত্রী।

এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক-

১ম। ধুলোকনা ৭.৮ (বঙ্গ সেরা)
২য়। জগদ্ধাত্রী ৭.৭
৩য়। অনুরাগের ছোঁয়া ৭.৬
৪র্থ। আলতা ফড়িং ৭.১
৫ম। গৌরী এলো ৬.৯

টি আর পি -র পুরো তালিকা-

5:30 PM : গুড্ডি (৪.১) | দিদি No.1 S9 (৩.২)
6:00 PM : নবাব নন্দিনী (৬.৩) | পিলু (৪.৮)
6:30 PM : সাহেবের চিঠি (৬.৬) | খেলনা বাড়ি (৬.০)
7:00 PM : গাঁটছড়া (৬.৭) | জগদ্ধাত্রী (৭.৭)
7:30 PM : আলতা ফড়িং (৭.১) | গৌরী এলো (৬.৯)
8:00 PM : ধুলোকণা (৭.৮) (বঙ্গ সেরা) | মিঠাই (৬.২)
8:30 PM : মাধবীলতা (৬.৪) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৫.৯)
9:00 PM : এক্কা দোক্কা (৬.৪) | এই পথ যদি না শেষ হয় (৪.৯)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৭.৬) | লালকুঠি (৪.০)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৫.৫) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৪)
10:30 PM : গোধূলি আলাপ (৩.৩) | উড়ন তুবড়ি (৩.৩)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৬) | শিশু ভোলানাথ (২.১)

NON FICTION শো-

রান্নাঘর (০.৯)
সা রে গা মা পা (৫.০)
দিদি No.1 [সানডে ধামাকা] (৫.১)
Dance Dance Junior (৪.৭)

Related Articles