বাংলা সিরিয়াল

বিভিন্ন কুসংস্কার অলৌকিক গল্প দেখিয়ে দর্শকদের নজর করার চেষ্টা করছে জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিক, ধারাবাহিক বয়কট করার দাবি করলেন একাংশ নেটিজেন

ফের আরো একবার নেটিজেনদের ক্ষোভের মুখে পড়ল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গৌরি এলো। ধারাবাহিকে প্রথম থেকেই মা কালীর অংশ ঘোমটা কালির আধ্যাত্বিক গল্প তুলে ধরা হচ্ছে। ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র গৌরী এবং ঈশানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে এই গল্প। ধারাবাহিকে গৌরী হচ্ছে ঘোমটা কালীর অংশ এবং ঈশান হল শিবের অংশ। এই অবধি সবকিছুই ঠিক ছিল।

তবে সম্প্রতি ধারাবাহিকে যেন বেশি করে অন্ধবিশ্বাস কুসংস্কার তন্ত্র-মন্ত্র ইত্যাদি দেখানো হচ্ছে। যা একেবারে মেনে নিতে প্রস্তুত নন দর্শকেরা। বর্তমানে যুগ অনেকটাই এগিয়ে গিয়েছে। যার ফলে এই ধরনের অন্ধবিশ্বাস কুসংস্কার এখন কেউই মানেন না। কেউই বিশ্বাস করেন না। কিন্তু গৌরী এলো ধারাবাহিকে দিনের পর দিন এই ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছে। যার ফলে দর্শকদের ও এই সমস্ত মেনে নিতে খুব অসুবিধা হচ্ছে।

ধারাবাহিকে দেখানো হয়েছিল ঈশান এবং গৌরী দ্বিতীয় বিয়ের পর ফুলশয্যার রাতেই ঈশানের ছোট দাদু গৌরীকে মায়ের অংশ বলে তুলে আনে। বর্তমানে গৌরী সেভাবেই রোজ মন্দিরে মায়ের ভক্তদের সেবা করে চলেছে, তাদের মনস্কামনা পূর্ণ করে চলেছে। বর্তমানে ধারাবাহিকের পর্ব ঘিরে দেখানো হচ্ছে বিভিন্ন অলৌকিক কর্মকান্ড করছে গৌরী।

গ্রামের বিভিন্ন মানুষেরা গৌরীর কাছে ছুটে আসছে নিজের অসুস্থতা নিয়ে এবং গৌরী নিজের অলৌকিক ক্ষমতা দিয়ে সকলকে সুস্থ করে তুলছে। কিন্তু গৌরীর স্বামী একজন ডাক্তার হওয়া সত্ত্বেও চোখের সামনে গৌরীর এই অবস্থা দেখেও কিছু করতে পারছে না।

আর এইসব কান্ড কারখানার পরে গৌরী নিজেকে দেবী ভাবতে শুরু করে। রোগীদের সুস্থ করার জন্য আবার সে পুড়িয়া বানিয়ে দেয়। সেই খেয়েই নাকি রোগী সুস্থ হয়ে যাবে কোন রকম চিকিৎসার প্রয়োজন নেই। আর এরই মধ্যে ছোট দাদুর ব্যবসা খুঁজে পায়।

তিনি সকলকে জানিয়ে দেন যে সমস্ত রোগীরা গৌরী মায়ের সেবা পেয়ে সুস্থ হয়ে উঠবে তাদের বেশি করে প্রণামী দিতে হবে। আর এই সমস্ত গল্প দেখিয়ে দর্শকদের মধ্যে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকেই এই ধারাবাহিক নিয়ে ট্রোলিং করা শুরু করেছে। অনেকেই এবার এই গাঁজাখুরি গল্পের ধারাবাহিক বয়কট করার দাবি করেছেন।

Related Articles