বাংলা সিরিয়াল

‘সিড নাকি পুলিশ অফিসার! জীবনেও তো অফিস যেতে দেখি না’-মিঠাইয়ের সিদ্ধার্থ চরিত্র নিয়ে ট্রোলিংএর সমুচিত জবাব দিলেন উচ্ছে ভক্ত!

বর্তমানে কোনো একটি ধারাবাহিক কত দিন চলবে তা নির্ভর করে টি আর পির ওপর। যদি কোনো ধারাবাহিকের টিআরপি খুব বেশি থাকে, তাহলে তা দীর্ঘ সময় ধরে চলে‌ আর যদি কোনো ধারাবাহিকের খুব কম টি আর‌ পি থাকে তাহলে সেই ধারাবাহিকটি খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।

যেমন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক সাহেবের চিঠি, বৌমা এক ঘর- টিআরপির অভাবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক মিঠাই দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে এই ধারাবাহিক টি আর পি তে রাজ করে চলেছে, এখনো এই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে, এই ধারাবাহিক নাকি খুব শীঘ্রই শেষ হবে।

সম্প্রতি জি বাংলায় জি প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে, এই ধারাবাহিকের নাম ফুলকি, টেলি পাড়ায় রীতিমতো গুঞ্জন উঠেছে যে, ২৪ শে এপ্রিল থেকে সন্ধ্যে ছয় টার স্লটে এই ধারাবাহিক শুরু হবে। হ্যাঁ শোনা যাচ্ছে যে মিঠাই ধারাবাহিকের সময়ে এই ধারাবাহিক আসবে। তবে শেষ হওয়ার মুখেও মিঠাই ধারাবাহিক ট্রোলিং এর শিকার হল।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখলেন যে, “সিড নাকি পুলিশ অফিসার, কাহিনী কি সত্য? না মানে কখনো অফিস যেতে দেখলাম না, পোশাক তো করতেই হয় না , এ কেমন পুলিশ অফিসার?”- এ যেন আগুনে ঘৃতাহুতি ছিল। উচ্ছে বাবুর ভক্তরা সমালোচনাকারীকে ধুয়ে দিয়েছে রীতিমতো, তাদের কথায়, সিড হল গিয়ে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার আর এই পোস্টে যাঁরা থাকেন তাঁদের নির্দিষ্ট কোনও ইউনিফর্ম হয় না। আই ডি প্রুফ থাকলেই হয়। এক‌ইসঙ্গে তাঁদের উপদেশ, এই ধারাবাহিক লিপ নেওয়ার পরের এপিসোড দেখে নেওয়ার জন্য। তাহলেই সমালোচনাকারীদের কাছে স্পষ্ট হয়ে যাবে সিড অফিসে গেছে কি যায় নি!

Related Articles