বাংলা সিরিয়াল

‘চাইলেই জগদ্ধাত্রী হওয়া যায় না!রায়ানের চাইতে স্বয়ম্ভু বেটার! মাধবীলতার মত কনসেপ্ট বারবার মানুষ খায় না! আবার এসেছে অনুরাগকে তাড়াতে’মুকুট নিয়ে ট্রোল সোশ্যাল মিডিয়ায়!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মুকুটে দেখা যাচ্ছে মুকুটের দ্বৈত চরিত্র, একদিকে সে সকলের সামনে সহজ সরল সাদামাটা একটা নরম মেয়ে সেজে আছে কিন্তু আরেকদিকে কালীর মুখোশ পরে সেই পাচারকারী দলের উদ্দেশ্যে অস্ত্র ধরছে। দোল তাকে রায় চৌধুরী বাড়িতে নিয়ে এসে আশ্রয় দিয়েছে অন্য দিকে রায় চৌধুরী বাড়িতে নুন ফুরিয়ে যাওয়ায় নুন আনতে বাজারে যায় মুকুট আর রাস্তায় পাচারকারী দলের গুন্ডাদের আক্রমণের শিকার হয় সে, রাস্তায় গুন্ডাদের হাত থেকে তাকে বাঁচিয়ে নিয়ে আনে রায়ান,আয়ান ও দোল, কিন্তু মুকুট আসলে এতটা নরম নয়, নারী পাচারকে রোধ করায় তার জীবনের ব্রত, কারণ কালীপুজোর রাতে তার মাকেও একদিন এই পাচারকারীর দল তুলে নিয়ে গিয়েছিল,তাই নারী পাচারকারীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“মায়ের জন্য কাঁদছে মুকুট
খুব Emotional episode ছিল! কোনো এক কালি পুজোর রাতে মুকুট এর মা কে তুলে নিয়ে যায় পাচার চক্রের দল
মুকুট তখন ছোট ছিল,,,সে চিৎকার করে আমার মাকে ছেড়ে দাও
তবুও তার মাকে তুলে নিয়ে চলে গিয়েছিল পাচারকারী চক্র
মুকুট এর সেই দিনের কথা মনে পরছে
সেরার সেরা এপিসোড আজ রাত ৯.৩০ মিনিটে!”-

এই এপিসোড দেখে অনেকেই মাধবীলতার সাথে মিল খুঁজে পাচ্ছে কারণ মাধবীলতার মাও খুন হয়েছিলো গাছের চোরাকারবারিদের হাতে আর সেই কারণেই গাছ চালানকারীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল মাধবী।

অনেকে আবার বলছেন যে,“সত্যি বলতে মুকুট আসার পর বুঝলাম চাইলেও কেউ জগা (বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী) হতে পারবে না

অন্তত সেই রায়ান থেকে স্বয়ম্ভু অনেক বেটার এইসব একই রকমের কনসেপ্ট মানুষ খায় না,সেই ঘুরে ফিরে মানুষ ফ্যামিলি ড্রামাতেই আসক্ত এই মুকুট নাকি অনুরাগকে তাড়াবে”

Related Articles