বাংলা সিরিয়াল

সুপার ওম্যানকে ‘সুপুরি উইমুই’! রাঙা বউয়ের ইংরেজি পড়ার উচ্চারণ দেখে হেসে কুপোকাত নেটিজেন

বাংলা ধারাবাহিক মানেই বিনোদনের একটা আলাদা মাধ্যম। বর্তমানে সিনেমা, ওয়েব সিরিজের যুগেও এই ধারাবাহিক আলাদা প্রাধান্য পেয়েছে। দর্শকদের ড্রয়িং রুমে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে ধারাবাহিক। সন্ধ্যে হতে না হতেই মা কাকিমারা বসে পড়েন রিমোট হাতে তাদের পছন্দের ধারাবাহিক দেখতে। তেমনি দর্শকদের মধ্যে এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক রাঙাবউ।

ধারাবাহিককে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাস। এর আগে এই জনপ্রিয় জুটিকে দর্শক দেখেছিলেন ত্রিনয়নী ধারাবাহিকে। ফির টেলিভিশনের পর্দায় এই জনপ্রিয় জুটির ফিরতে বেশ খুশি দর্শক। যদিও এর আগে গৌরবকে ধারাবাহিকে দেখা গিয়েছিল। কিন্তু শ্রুতিকে বহুদিন পর ফিরে পেয়েছেন তার ভক্তরা।

বেশিরভাগ সময়তেই ট্রোল হতে হয় কুশ এবং পাখিকে। বিশেষ করে বৌভাতের পরের দিন যেভাবে ভূত সাজানো হয়েছিল পাখিকে আর কুশের ভুলে যাওয়ার ব্যাপার নিয়ে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে তাদের নিয়ে চর্চা হয়। এবার পাখির ইংরেজি পড়ার বহর দেখে হাসির রোল উঠেছে নেট পাড়ায়।

যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন গ্রামের মেয়ে পাখি খুব একটা পড়াশোনা জানেনা। ছোটবেলা থেকে সে মামা এবং মামীর কাছে বড় হয়েছে লাথি ঝ্যাঁটা খেয়ে। তাই স্বাভাবিকভাবে ইংরেজি পড়া তো দূর পড়াশোনাটাই ঠিক ভাবে শেখা হয়নি তার।

সম্প্রতি এই ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে পরীক্ষায় পাশ করতে না পারায় পাখির ননদের বেশ মন খারাপ। আর তার মন ভালো করার জন্য খানিক ইচ্ছা করেই হাস্যকর ভাবে ইংরেজি পড়ে শোনায় সে। ‘সুপার ওম্যান’কে পাখি ‘সুপুরি উইমুই’ বলেছে। এই দৃশ্য দেখার পরেই হাসি থামছে না অনেকের।

নেট পাড়ায় বারবার ট্রোল হলেও ধারাবাহিকের জনপ্রিয়তা দেখার মত। টিআরপি তালিকাতে প্রথম থেকেই নিজেদের জায়গা ধরে রেখেছে রাঙা বউ। এখন আবার প্রথম পাঁচেও উঠে এসেছে। সব মিলিয়ে রাঙা বউ ধারাবাহিকটি দর্শকদের মনে আলাদা এই জায়গা করে রেখেছে।

Related Articles