বাংলা সিরিয়াল

সিড নাকি পুলিশ অফিসার! কই কখনো তো অফিসে যেতে দেখলাম না, এ কেমন পুলিশ অফিসার? প্রিয় উচ্ছেবাবুর দিকে একটার পর একটা সমালোচনার তীর ধেয়ে এল

এই মুহূর্তে বাঙালি দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো মিঠাই(Mithai)। দীর্ঘ তিন বছর ধরে এই ধারাবাহিক দর্শকদের জন্য জনপ্রিয়তায় কোনরকম কসুর করেনি। একেবারে পারিবারিক গল্প যার মধ্যে নেই কোন ঘোরপ্যাচ নেই কোন পরকীয়া। তারপরেও রাজত্ব করে চলেছে এই ধারাবাহিক। যদিও বর্তমানে টিআরপি তালিকাতে ভালো ফলাফল দেখা যাচ্ছে না। আর টিআরপিতে যে সিরিয়াল ভালো ফল করতে পারছে না তাকেই সরিয়ে দিচ্ছে চ্যানেল। স্বাভাবিকভাবেই মিঠাইয়ের ক্ষেত্রেও এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্বত্র।

মিঠাই বন্ধ হওয়ার খবরে আপাতত তোলপাড় টলিউড। শোনা যাচ্ছে জি বাংলা (Zee Bangla)নাকি নিজের প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক ফুলকি আনতে চলেছে। যার প্রমো ইতিমধ্যে সামনে এসে গিয়েছে। অন্যদিকে মিঠাই ধারাবাহিকটিও জিয়ের নিজস্ব প্রোডাকশন। তাই একসঙ্গে দুটি ধারাবাহিক চ্যানেল চালাবে না এমনটাই আশা করছেন অনেকে। শুধু তাই নয় মিঠাইয়ের স্লটে নাকি ২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক এমন গুঞ্জন উঠেছে টলিউডে। তাই মিঠাইয়ের অন্তিম দিন যে একটু একটু করে এগিয়ে আসে তা নিশ্চিত। তবে সব জিনিস তার শুরু যেমন থাকে শেষ তেমনি থাকে।

আর যে জিনিস যত ভালো তার সমালোচনা তো হবেই। তেমনি বর্তমানে সমালোচনার মুখে পড়েছে মিঠাই ধারাবাহিকটি। কটাক্ষের বান ধেয়ে এসেছে ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ মোদকের দিকে। ধারাবাহিক অনুযায়ী সিদ্ধার্থ পেশাগত জীবনে প্রথমে আইটি কোম্পানিতে চাকরি করতো। তারপর পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হলো। এবং মিঠাই মারা যাওয়ার পরেই পুলিশে যোগদান করল। এক্ষেত্রে কখন কিভাবে কি হয়ে গেল সেই প্রশ্নে না ঢোকাই ভালো। কিন্তু মিঠাইকে খুঁজতে সিডের পুলিশ অফিসার হয়ে যাওয়া নিয়েই এবার শুরু হয়েছে ট্রোলিং।

সোশ্যাল মিডিয়াতে এক সমালোচক এ নিয়ে সন্দেহ প্রকাশ করে লিখেছেন,’ সিড নাকি পুলিশ অফিসার? কাহিনী কি সত্য? না মানে কখনো অফিস যেতে দেখলাম না পোশাক তো পড়তেই হয় না। এ কেমন পুলিশ অফিসার!’ তবে উচ্ছে বাবুকে কাঠগোড়ায় দাঁড় করাতেই সঙ্গে সঙ্গে হাজির হয়েছেন তার ভক্তরা। মোক্ষম জবাব দিয়ে একজন লিখেছেন,’ সিড হলো গিয়ে স্পেশাল টাইম ব্রাঞ্চ অফিসার। এক্ষেত্রে তাদের কোন পোশাক হয় না আইডি প্রুভ থাকলেই হয়।’ একই সঙ্গে ধারাবাহিক লিপ নেবার পরের এপিসোড দেখার জন্য পরামর্শ দিয়েছেন তারা। তাহলে বুঝতে পারবেন সিড অফিস গেছে কি যায়নি।

Related Articles