বাংলা সিরিয়াল

অঘটন সিরিয়ালেই ঘটে! এক বছরের মধ্যে খড়ি ঈশা হয়ে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-গ্রাজুয়েশন-মাস্টার্স পাশ করে বিদেশি পুরস্কার নিয়ে চলে এলো! গাঁটছড়ার ‘নয়া টুইস্ট’ এখন নেটিজেনদের হাসির খোরাক

সত্যিই তাই। সিরিয়াল এমন এক দুনিয়া যেখানে রিয়েলের ‘র’ টুকু থাকে না। এখানে গল্পের গরু গাছ ছেড়ে রকেটেও চড়ে যেতে পারে। অন্তত গাঁটছড়া(Gatchara) ধারাবাহিক তেমনটাই করে দেখালো।

স্টার জলসার(Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক গাঁটছাড়া। মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে সোলাঙ্কি রায়(Solanki Roy) ও গৌরব চট্টোপাধ্যায়কে(Gourab Chatterjee)। শুরুর থেকেই দর্শকদের ভীষণ পছন্দ খড়ি-ঋদ্ধি জুটি। যাদেরকে আবার দর্শক ভালবেসে খড়িদ্ধি বলে ডাকে। ধারাবাহিকের গল্প অনুযায়ী খড়ি মারা গিয়েছে। তার বদলে হুবহু তার মতন একজন দেখতে যিনি ফিরেছেন তার নাম ঈশা। সিংহরায় জুয়েলার্সকে নিজের হাতের মুঠোয় করা।

খড়ি ঠিক যেমনটা ছিল ঈশা তার থেকে একদম আলাদা। সে ফটর ফটর করে ইংলিশে কথা বলে, অনেক ডিগ্রী রয়েছে তার, বিদেশ থেকে বড় বড় পাশ দিয়ে এসেছে সে। আর এখানেই হাসির খোরাক হতে হলো ধারাবাহিকের মুখ্য ভূমিকাকে। ধারাবাহিকের গল্প অনুযায়ী খড়ি মাধ্যমিক পাশ। আর তার মৃত্যু হয়ে ঈশা ফিরেছে এক বছর পর। এই এক বছরের মধ্যেই তার এতটা পরিবর্তন চোখ টাটাচ্ছে সবার। যা বাস্তবে একেবারেই অসম্ভব।

তেমনই এক ধারাবাহিক কটাক্ষকারীর(Troller) বক্তব্য খড়ি ঈশা হয়ে এক বছরের মধ্যে কিভাবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্রাজুয়েশন মাস্টার্স থেকে সব পাশ করে চলে এলো। শুধু তাই নয় বড় বড় ডিগ্রী পর্যন্ত নিয়ে এলো। যদি কারোর এই উপায় জানা থাকে তাহলে অবশ্যই যেন তাকে বলে।এর উত্তরে আবার একজন বলেছেন, ‘সত্যিই তাই এরকম মেমরি লস আমারও চাই’।

অপর একজন লিখেছেন,’ ভাগ্যিস গল্পের গরু গাছে উঠে গিয়েছে তো সেজন্যে এত কিছু করা সম্ভব হলো। আর যদি গল্পের হাতি গাছে উঠত তাহলে তো প্রধানমন্ত্রী হয়ে যেত’। মোটকথা যে নয়া টুইস্ট এনে গাঁটছড়া ধারাবাহিক সবাইকে চমকে দিতে চেয়েছিল। এখন সেই চমক নিজেরাই খাচ্ছে। নেটিজেনরা কার্যত হাসির খোরাক বানিয়েছে তাদের ‘নয়া টুইস্ট’কে। এখন দেখার কতটা আগামী দিনে তারা ধরে রাখতে পারেন।

Related Articles