বাংলা সিরিয়াল

স্বয়ম্ভু হচ্ছে মন্দিরের ঘন্টা যখন যে পারে বাজিয়ে চলে যায়! মা বউ সবার হাতে টপাটপ থাপ্পর খাচ্ছে! চর খেতে খেতেই প্রাণ গেল বেচারার! তুমুল খিল্লি জগদ্ধাত্রীর নায়ককে নিয়ে

জি বাংলা(Zee Bangla)র অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী(Jagadhatri)। শুরু থেকেই এই ধারাবাহিককে নিয়ে দর্শকমহলে একটা আলাদাই উন্মাদনা রয়েছে। একটা সময় বেঙ্গল টপার হলেও এখন একটানা চ্যানেল টপার হয়ে আসছে এই ধারাবাহিক। কারণ প্রতিপক্ষ চ্যানেলের অনুরাগের ছোঁয়া প্রথম স্থান কিছুতেই ছেড়ে দিচ্ছে না কাউকে।

ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন অঙ্কিতা মল্লিক(Ankita Mallick) এবং সৌম্যদীপ মুখার্জী(Soumyadeep Mukherjee)। তবে অঙ্কিতা অর্থাৎ জগদ্ধাত্রীকে দর্শক ঠিক যতটা পছন্দ করেন। ততটা পছন্দ করেন না গল্পের নায়ককে। অনেকে এমনটাও মনে করেন। কেউ কেউ তো এমনটাও বলেন যে গল্পের নায়ক নাকি বোবা। কারণ তার মুখে বিশেষ একটা সংলাপ শোনা যায় না। অথচ তিনি নাকি সোনার সংসারে সেরা হিরোর পুরস্কার জিতেছে। এই ব্যাপারটা বহু সমালোচক মেনে নিতে পারেননি।

তবে ধারাবাহিকের নায়ককে নিয়ে মাঝেমধ্যেই খিল্লি করা হয় সামাজিক মাধ্যমে। তার চরিত্রটা অনেক বেশি দুর্বল এমনটাও মনে করেন অনেকে। যারা নিয়মিত জগদ্ধাত্রী দর্শক তারা জানেন যতটা গুরুত্ব দিয়ে জগদ্ধাত্রী চরিত্রটিকে দেখানো হয় তার শিকেভাগ দেখা পাওয়া যায় না স্বয়ম্ভুর ক্ষেত্রে। অথচ সে গল্পের নায়ক এবং সেও নায়িকার মত স্পেশাল ফোর্স পুলিশ অফিসার।

তবে এবার নায়ক উঠে এলেন অন্য কারণে সংবাদ শিরোনামে। ধারাবাহিকের নায়িকার হাতে নায়কের চড় খাওয়া নতুন কোন ব্যাপার নয়। এর আগেও এই দৃশ্যের সাক্ষী থেকেছে ধারাবাহিক প্রেমীরা। তবে সয়ম্বর ক্ষেত্রে ব্যাপারটা যেন একটু অন্যরকম। শুধু নায়িকা নয় তার মা বৈদেহী, রাজনাথ দুজনের হাতেই চড় খেয়েছে সে। এর আগে এত চর কোন আর নায়ক হয়েছে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

সেই নিয়ে মশকরা করে এক নেটিজেন খিল্লি করে লিখেছেন,’আমার দেখা এই প্রথম কোনো নায়ককে দেখলাম এতো থাপ্পড় খেতে এতোজনের কাছে । আজ বৈদেহী মুখার্জি থাপ্পড় দিলো। জগদ্ধাত্রী থাপ্পড় মারলো, রাজনাথ থাপ্পড় মারলো, বৈদেহী থাপ্পড় মারলো ছেলেটার থাপ্পড় খেতে খেতেই জীবনটা গেলো বেচারা’। সেই দেখে এক নেটিজেন আবার লিখেছেন,’ ও হচ্ছে মন্দিরের ঘন্টা যখন যে পারে বাজিয়ে দিয়ে চলে যায়’। কেউ কেউ আবার ধারাবাহিকের চরিত্রকে শিঁড়দারা বিহীন বলেছেন।

Related Articles