বাংলা সিরিয়াল

‘এই পরিবারের চার জনই বেশ অদ্ভুত, বাবা বড় মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত নয় আর মা ছোট মেয়েকে পাত্তা দেয় না’ – ইচ্ছে পুতুলের গোটা পরিবারের সম্পর্ক দেখে অবাক দর্শক

‘ইচ্ছে পুতুল’, মাত্র কয়েকদিন আগেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা ঘোষ, মৈনাক বন্দ্যোপাধ্যায়, শ্বেতা মিশ্র। ধারাবাহিকটির প্রথম প্রমো রিলিজ হওয়ার পর থেকেই বেশ কিছু কটাক্ষ শোনা গিয়েছিল। অনেকেরই মনে হচ্ছিল ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের গল্প নকল করে তৈরি হয়েছে ‘ইচ্ছে পুতুল’। যদিও এখনো সেসব কথা শোনা যায় না, এখন চলছে অন্য আলোচনা।

ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখানো হচ্ছে যে ময়ূরীর শরীরে একটি রোগ আছে যার জন্য মেঘকে বারবার তাকে রক্ত দিয়ে বাঁচাতে হয়। উল্টোদিকে ময়ূরী অসুস্থ হওয়ার কারণে তার মা ময়ূরীকে একটু বেশিই আগলে রাখে। কিন্তু মেঘকে মোটেই সহ্য করতে পারে না। এরই মধ্যে মেঘের প্রফেসর সৌরনীলকে পছন্দ হয় ময়ূরীর। কিন্তু সৌরনীল পছন্দ করে মেঘকে আর মেঘও পছন্দ করে সৌরনীলকে।

কিন্তু ময়ূরীর সাথে বিয়ে ঠিক হয় সৌরনীলের। এদিকে ময়ূরী যে অসুস্থ সে কথা সৌরনীলের পরিবারের লোকজন জানে না। এমনকি ময়ূরীকে যে বাঁচানোর জন্য মেঘকে রক্ত দিতে হয় সেটাও ময়ূরীর মা কাউকে জানতে দেয়নি। আবার ময়ূরীর মা মেঘের সাথে যা ব্যবহার করে তা দেখে বেশ ক্ষুব্ধ হয়েছেন দর্শক। তাদের মনে হতে থাকে যে এমন ব্যবহার করছে যেন মেঘ তার নিজের মেয়ে নয়।

তাই সোশ্যাল মিডিয়ার দর্শকদের মধ্যে অনেকেরই মনে হতে থাকে এই পরিবারটা বড়ই অদ্ভুত। কোন স্বাভাবিক ফ্যামিলিতে এমন হতে পারে না। এই নিয়েই রীতিমত চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি সেখানে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘এই পরিবারের চার জনই বেশ অদ্ভুত, বাবা বড় মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত নয় আর মা ছোট মেয়েকে পাত্তা দেয় না’।

আরেকজন বলেন, ‘বড় বোন অকারণে ছোট বোনকে বলে হিংসে করে, বাবার কাছে নালিশ করে , ওর ভালো সহ্য করতে পারে না, ব্লাহ ব্লাহ।
ওইদিকে ছোট বোন বলে আমি কখনো বিয়ে করবো না দিদি তোকে বাঁচিয়ে রাখবো কেন ভাই এগুলা বলার কি দরকার।
আর মা তো এমন ব্যাবহার করে ছোট মেয়ে যেনো তার সৎ মেয়ে… কথায় কথায় শুধু বলে আমরা আমাদের বড় মেয়েকে বাঁচানোর জন্যই মেঘ কে এই পৃথিবীতে এনেছি। কি অদ্ভুত
অন্যদিকে বড় মেয়ের বিয়ে বাবার কোনো মাথা ব্যথা নেই, এমন এক ভাব যেনো তার কিছুই এসে যায় না। এটা আবার বাড়াবাড়ি
আর মা মেয়ে ই বা কেমন বড় মেয়ের অসুখের কথা তো সবাই কে বলে বেড়ায়, তো ছোট মেয়ে রক্ত দেয় বললে কি সমস্যা’।

Related Articles