বাংলা সিরিয়াল

মৌ এবং ডোডো কে আলাদা করতে নতুন ফন্দি আটলো বীথি, ‘মেয়েবেলা’ ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব

স্টার জলসার পর্দায় সদ্য শুরু হওয়া একটি ধারাবাহিক হলো মেয়েবেলা। শুরুর পর থেকেই জনপ্রিয়তা লাভ করেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের গল্প সকলের মন জয় করে নিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র মৌ এবং ডোডোর ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অর্পণ ঘোষাল। এছাড়াও এই ধারাবাহিকে নায়িকার শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী।

দীর্ঘ কয়েক বছর পর আবার এই ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রী অভিনয় জগতে ফিরেছেন। ধারাবাহিকটিতে বাকি ধারাবাহিক গুলির মতো শাশুড়ি বৌমার রেষারেষি গল্প আছে, তবে এই ধারাবাহিকটি খুব সুন্দর দিক রয়েছে। দর্শকদের মতে এই ধারাবাহিকটি খুবই রুচিসম্পন্ন বিশেষ করে নায়কের চরিত্রটি দর্শকদের খুব পছন্দ হয়েছে।

ধারাবাহিকের শুরুতেই দেখা গিয়েছে বিপদে পরেই ডোডো মৌ কে বিয়ে করে নিজের ১২ বছরের প্রেমিকা চাঁদনী কে ছেড়ে। কিন্তু সে যেমন একদিকে তার আগের সম্পর্কের কথা ভুলতে পারছে না। অন্যদিকে কিন্তু নিজের বিবাহিত স্ত্রীর ও কোনো অসন্মান ও অযত্ন করছে না। বাড়ির প্রত্যেকে মৌ কে খুবই ভালোবাসে। কিন্তু ডোডোর মা মৌ কে একেবারে সহ্য করতে পারে না। প্রথমে কড়া ভাবেই তিনি মৌ এবং ডোডো কে আলাদা করতে চায় কিন্তু কোনো লাভ হচ্ছে না দেখেই তিনি অন্য চাল দেয়।

তিনি ঠিক করেন ডোডো কে ইমোশানাল কথাবার্তা বলে দুর্বল করে দেবে অন্যদিকে মৌ এর সাথেও আর খারাপ ব্যবহার না করে মা মরা মেয়ের সাথে ভালো মানুষের মুখোশ পড়ে ভালো ব্যবহার করবে। যেমন গতকালের পর্বেই আমরা দেখেছি ডোডোর সঙ্গে মৌকে ডিভোর্স দেওয়া নিয়ে কথা বলে বীথি। কিন্তু এমন ভাবে কথাগুলো বলে যেনো তিনি মৌ কে নিয়ে ভীষণ চিন্তিত। সেই সঙ্গে ছেলেকে বলে, সে নাকি বুঝতে পেরেছে মৌ খারাপ নয়। বরং সে নাকি মৌয়ের সঙ্গে নিজের অনেকটা মিল খুঁজে পেয়েছে। এরপরই মৌয়ের কাছে গিয়ে ভালো শাশুড়ি মা হওয়ার নাটক শুরু করেন। আর মনে মনে ভাবতে থাকে এভাবেই তিনি দুজন কে একটু একটু করে আলাদা করে দেবেন।

Related Articles