বাংলা সিরিয়াল

পঞ্চমী সাপেদের ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছে!অন্যদিকে নীলকন্ঠ মন্দিরে অলৌকিকভাবে মনসা গাছ সৃষ্টি হল! এরপর?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক পঞ্চমী। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, কুড়ি বছর আগে পঞ্চমীর মা নীলকন্ঠ মন্দিরে আসে সন্তান প্রসব করাতে, তখন তার অবস্থা অত্যন্ত খারাপ এবং তার প্রাণ সংশয় উপস্থিত হয়েছে। সে নীলকন্ঠ মন্দিরের পুরোহিত মশায় কে জানায় যে, সে যদি প্রাণে বাঁচে সমস্ত উত্তর দিয়ে যাবে কিন্তু এখন সন্তান প্রসব করানো জরুরি। এরপর পন্ডিতমশায় সন্তান প্রসবের পঞ্চমীর মাকে সহায়তা করে। সন্তান প্রসব করবার পরে পঞ্চমীর মা মারা যায় কিন্তু মৃত্যুর আগে বলে গিয়েছিল কিছু কথা।

পন্ডিত মশায় কে তিনি বলেছিলেন যে, তার মেয়ে যখন বড় হবে তখন এই মন্দিরের মনসা গাছে ফুল ফুটবে তখন তার মেয়ের রূপ পরিবর্তন হবে, তখন তাকে বলতে যে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ তাকে নিতে হবে। পন্ডিতমশায় আর কিছু বুঝবার আগেই পঞ্চমীর মা দেহ ত্যাগ করেন আর পুরাতমশায় দেখে মায়ের নাড়ির জায়গায় আস্ত সাপ রয়েছে যা দেখে পন্ডিত মশায় জ্ঞান হারান।

– এদিকে পঞ্চমীর কারণে ওই মন্দির পরিত্যক্ত ঘোষণা হয় এবং লোক সমাজের সবাই পুরোহিত মশায় ও তার স্ত্রীকে এক ঘরে করে দেয়। কুড়ি বছর আগে পঞ্চমীর মায়ের বলে যাওয়া সকল কথার কারণেই পুরোহিত মশায় সব সময় ভয়ে ভয়ে থাকেন।

সম্প্রতি পঞ্চমীতে দেখাচ্ছে যে, অলৌকিক সব কান্ড ঘটছে যে মন্দিরে মনসা গাছ নেই সেই মন্দিরে মনসা গাছের আবির্ভাব হচ্ছে আর পঞ্চমী সাপেদের ফিসফিস শব্দ শুনতে পাচ্ছে।

একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,
মনসাগাছ মন্দির চত্বরে অলৌকিকভাবে হাজির! ওদিকে পঞ্চমী কাদের যেন ডাক শুনতে পাচ্ছে… নাগরাণি জানাই পঞ্চমী তার লক্ষের দিকে এগিয়ে আসছে!

সত্যি বলতে এক একটা এপিসোড পরস্পরকে যেন ছাড়িয়ে যাচ্ছে… দুর্দান্ত হচ্ছে পঞ্চমী! সবাই দেখুন অবশ্যই ভালো লাগবে!”

Related Articles