বাংলা সিরিয়াল

জগদ্ধাত্রীকে হারিয়ে টপার পঞ্চমী? প্রথম সপ্তাহেই বাজিমাত, সাপেদের গল্প শুনিয়ে TRP তালিকায় অসাধারণ ফলাফল পঞ্চমীর

বৃহস্পতিবার মানেই দর্শকদের কাছে একটা উত্তেজনাপূর্ণ দিন। বিশেষ করে ধারাবাহিক প্রেমিদের জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ সারা সপ্তাহ ধরে দর্শকেরা তাদের পছন্দের যে সমস্ত ধারাবাহিক গুলি দেখে আসেন তাদের টিআরপি ফল কি হলো? কে কততম স্থানে জায়গা দখল করে থাকলো সেই সমস্ত জানতে পারা যায় এই বৃহস্পতিবার। তবে এই সপ্তাহে TRP তালিকায় এসেছে বেশ কিছুটা পরিবর্তন। বেশ কিছু ধারাবাহিক এক ধাক্কায় উপরে উঠে এসেছে। দর্শকদের পছন্দের তালিকায় নিজেদের জায়গা TRP তালিকার শীর্ষে করে নিয়েছে।

এই সপ্তাহতেও আগে সপ্তাহের মতো জগদ্ধাত্রী আবারও টিআরপি টপার। তবে অবাক করা ফলাফল করেছে স্টার জলসার নতুন ধারাবাহিক পঞ্চমী। শুরুর সপ্তাহতেই বাজিমাত করলেন সুস্মিতা রাজদীপ এর জুটি। এই সপ্তাহের টিআরপি তালিকাতে চোখ রাখলে দেখা যাচ্ছে এই ধারাবাহিক দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে এই সপ্তাহতে। অনুরাগের ছোঁয়াতেও বেশ জমজমাট পর্ব চলছে।

সূর্য ইতিমধ্যেই নিজের দুই মেয়েকে একসাথে পেয়েছে। তাই এই সপ্তাহে তারা তৃতীয় স্থানে জায়গা তৈরি করে নিয়েছে। তবে দর্শকরা বিশ্বাস রেখেছিলেন যে অনুরাগের ছোঁয়া এই সপ্তাহতেও এক থেকে পাঁচের মধ্যে থাকবে। এরপর কি ঘটতে চলেছে সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন প্রত্যেকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহের TRP তালিকায় সেরা ১০-এ কারা জায়গা দখল করে রয়েছে।

TRP তালিকা-

১ম – জগদ্ধাত্রী ৮.৬
২য় – পঞ্চমী ৮.৫
৩য় – অনুরাগের ছোঁয়া ৮.০
৪র্থ – গৌরী এলো ৭.৮
৫ম – নিম ফুলের মধু/ খেলনা বাড়ি ৭.৭
ষষ্ঠ- গাঁটছড়া (৭.১)/ ধুলোকণা (৭.১)
সপ্তম- আলতা ফড়িং (৭.০)
অষ্ঠম- এক্কা দোক্কা (৬.৫)
নবম- মিঠাই (৬.৪)
দশম- সাহেবের চিঠি (৬.৩)

এর পরের সপ্তাহ থেকে শুরু হবে বেশ কিছু নতুন ধারাবাহিক। সেই সঙ্গে শেষ হতে চলেছে কয়েকটি পুরনো ধারাবাহিক। এছাড়াও লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকের টাইম স্লট চেঞ্জ করা হচ্ছে।

Related Articles