শুটিং ফ্লোরি পালিত হল ফড়িংয়ের জন্মদিন! মা দিলেন ১ টাকা উপহার! আর কী কী উপহার পেলেন পর্দার ফড়িং?

খেয়ালি মন্ডল, ওরফে আলতা ফড়িং চ্যাটার্জী, ধারাবাহিকের সেটেই পালন করা হল তাঁর জন্মদিনের অনুষ্ঠান। কেকের ওপর খেয়ালি না লিখে লেখা ছিল তাঁর ধারাবাহিকের নাম, ফড়িং। সহকর্মীদের সাথে খুবই মজা করে কাটল ফড়িংয়ের জন্মদিন। সেটে এদিন উপস্থিত ছিলেন ফড়িংয়ের মা ও বাবাও। সকলকে কেক খাওয়ানো, কেক মাখানো ইত্যাদি তো চলছিলই। সবশেষে কিছু উপহারও পেলেন ফড়িং।
সেটের সহকর্মীদের মধ্যে একজন উপহার হিসেবে দিলেন একটা ছোট্টো টেডি বিয়ার, আর আর একটি বড় বাক্সে ছিল আরো এক সুন্দর উপহার। উপহারের বাক্স খোলার জন্য বার্থডে গার্লের থেকে বেশি উৎসাহিত ছিল অন্যান্য সহকারী অভিনেত্রীরা। বাক্স থেকে প্রথমে কাগজ বেরোলে হেসে ওঠেন তাঁরা এই বলে যে, “কাগজ গিফ্ট দিয়েছে”। তবে তারপরেই সেই বাক্স থেকে বেরিয়ে আসে কৃষ্ণের এক অপরূপ সুন্দর মূর্তি। কালো রঙের এই কৃষ্ণমূর্তি খুব পছন্দ হয়েছে ফড়িংয়ের। তিনি এও জানান যে তিনি বরাবরই ছিলেন এক কৃষ্ণভক্ত।
এরপর উপহার দেওয়ার পালা আসে খেয়ালির মা-র এবং বাবা-র, তবে তার আগে আশীর্বাদ। খেয়ালির মা খুব ভালো করে বরণ করে বহ্নিশিখা ছুঁয়ে দিলেন অভিনেত্রীর মাথায় ও বুকে, এবং উপহার হিসেবে দিলেন এক টাকার একটি কয়েন। তিনি জানান ছোটো থেকে তাঁর প্রত্যেকটি জন্মদিনেই তিনি খেয়ালিকে ষোলো আনার বেশি দেননি, আজও তাই দেবেন। এইবার বাবার পালা, বাবাও বহ্নিশিখা ছুঁয়ে আশীর্বাদ করার পর বার করে দিলেন টাকার এক মোটা বান্ডিল, যা দেখে লুটুপুটু অবস্থা হয়ে যায় ফড়িংয়ের। সঙ্গে সঙ্গে জিন্সের পকেটে একটি শয়তানি হাসি হাসতে হাসতে ঢুকিয়ে দেন টাকাগুলি।
এছাড়াও আরো অনেক উপহার পেয়েছেন অভিনেত্রী, যেগুলি নিয়ে তিনি মজা করে জানান একটি আনবক্সিং ভিডিও বানাবেন। বললেন “ওরে বাবা অনেক কিছু পেয়েছি, ড্রেস পেয়েছি টেডি পেয়েছি ব্যাগ পেয়েছি, আর আমাদের প্রোডিউসার সাহেব আমাকে একটা ওয়াইন (Wine)-এর বোতল দিয়েছেন, যেটা খুব ইউনিক আমার কাছে, আর একটা এত্তো বড়ো গিফ্ট আছে যেটা এখনো খোলা হয়নি। সব মিলিয়ে খুব হাসি খুশিতেই কেটেছে ফড়িংয়ের জন্মদিন।