বাংলা সিরিয়াল

‘হাজার ধারাবাহিকের মধ্যে ভিন্নধর্মী প্রথমা কাদম্বিনীর প্রশংসায় আজ ও পঞ্চমুখ হয়ে থাকেন দর্শক! টিআরপি দিয়ে তারা এই ধারাবাহিকের বিচার করেন না!

বর্তমানে একাধিক ধারাবাহিক দেখা যায়, যেখানে গল্প গুলি একরকম ভাবে প্রথমে প্রমোট করা হয় তারপর যখন এপিসোড শুরু হয়, তখন গল্পের গরু গাছে উঠে যায়, তখন দেখা যায় গল্পের আকাশ পাতাল পার্থক্য। যে ধারাবাহিকে দেখানো হয়েছিল শাশুড়ি হবে বন্ধু, সেই ধারাবাহিকেই দেখা যায়, শাশুড়ি বৌমার ভাত খেলে দিচ্ছে, নায়ক নায়িকাকে যে ধারাবাহিকে জন্ম জন্মান্তরের সঙ্গী হিসেবে প্রথম থেকে দেখানো হয়েছে, সেখানে দেখানো হয় একটা ভুল বুঝাবুঝিতে নায়ক নায়িকা আলাদা হয়ে গেল নায়কের একটা বিয়ে হয়ে গেল এবং নায়িকার জন্য নতুন নায়ক নিয়ে আসা হলো- গল্পের এরকম ঘন ঘন রদ বদল দেখতে দেখতে এইসব দর্শকের চোখ স‌ওয়া গেছে, টিআরপির জন্য যে গল্পের আকাশ-পাতাল পরিবর্তন হবে নায়িকা মরবে নায়ক প্লাস্টিক সার্জারি করে ফিরে আসবে এগুলো দর্শক এখন ধরেই নেয়, তার সাথে তারা এটাও ধরে নেয়, যে কোনো ধারাবাহিক প্রথম তিন মাস ভালো চলবে তারপর গ্যাঁজাতে শুরু করবে, কিন্তু এমনও কিছু ধারাবাহিক আছে যারা প্রথম থেকে যেভাবে গল্প দেখানো শুরু করেছিল শেষ অবধি সেই রকম ভাবেই গল্প রেখে শেষ করে গেছে আর গল্পের মধ্যে কোন রকম ভাঁড়ামোকে কখনো প্রশ্রয় দেয় নি।

হ্যাঁ এইসব গল্পের সংখ্যা হয়তো অল্প, কিন্তু এই ব্যতিক্রমী ধারাবাহিক গুলি যখন আসে তখন‌ই দর্শকের মন জয় করে নেয়, যেমন স্টার জলসার সাম্প্রতিককালের ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের মধ্যে একটা অন্যরকম স্বাদ পাচ্ছেন দর্শকরা, ঠিক তেমনি এর আগে এমনই একটি গল্প ছিল যেটি শেষ হয়ে যাওয়ার পরেও আজও তার প্রশংসায় পঞ্চমুখ দর্শক। হ্যাঁ ঠিকই ধরেছেন প্রথমা কাদম্বিনীর কথাই বলছি, এই ধারাবাহিকের ভিন্নতার রেশ এখনো দর্শকের মন থেকে কাটেনি, তাইতো প্রায় সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের প্রশংসা হয় আজও।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“আমার দেখা অন্যতম সেরা ঐতিহাসিক সিরিয়াল ছিল প্রথমা কাদম্বিনী। SVF এর অধীনে সাহানা দত্তের হাতের লেখনী তে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছিল কাদম্বিনীর জীবন বর্ণনা। যাক, সব কিছুর বিচার যে Trp দিয়ে হয়না সেটা আমরা ভালোমতোই জানি। কাদম্বিনী শেষ হয়েছে বহুদিন কিন্তু তবুও সেই ঐতিহাসিক সিরিয়াল টা কে আজও ভুলতে পারেনি মানুষ।

আর আজ যেই মহিয়সী কাদম্বিনীর সম্পর্কে বললাম, সেই কাদম্বিনী চরিত্র টা কে জীবত করে তুলেছিল শোলাঙ্কি রয়। কি অনবদ্য অভিনয়, মনে হয় চোখ দিয়ে অভিনয় করে। পারিবারিক সূত্রে অভিনয় জগতে না আসলেও, অভিনয় প্রীতিভা মিশে আছে তার রক্তে ”

Related Articles