বাংলা সিরিয়াল

‘‘শুধুমাত্র টিআরপি ভালো দিলেই ভালো সিরিয়াল হয়ে যায় না গুড্ডি! গুড্ডি কে শেষ করে সাহেবের চিঠিকে গুড্ডির টাইমে দিতে পারতো’ সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করে বলছেন দর্শকরা!

কোন ধারাবাহিক চলবে আর কোন ধারাবাহিক চলবে না সেটা সচরাচর টিআরপির উপর নির্ভর করে। টিআরপি যদি ভালো চলে তাহলে ধারাবাহিক দীর্ঘ সময় পর্যন্ত একটি চ্যানেলে দেখানো হয় আর কোন ধারাবাহিকে যদি টিআরপি খারাপ হয় তাহলে দীর্ঘদিন পর্যন্ত সেই ধারাবাহিক দেখানো হয় না খুব অল্প সময়ে সেই ধারাবাহিক শেষ করে দেওয়া হয়।

বর্তমানের একাধিক ধারাবাহিকের ক্ষেত্রে এমনটাই দেখা যাচ্ছে যেমন কৃষ্ণ ভক্ত মীরা, বৌমা এক ঘর ইত্যাদি ধারাবাহিক টিআরপির অভাবে সাত তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছে। সম্প্রতি আরও একটি ধারাবাহিক টিআরপি না থাকার কারণে তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছে। যা নিয়ে দর্শকদের মনের মধ্যে বেশ ক্ষোভ তৈরি হয়েছে।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক সাহেবের চিঠি। এই ধারাবাহিকে দেবচন্দ্রিমা সিংহ রায় এবং প্রতীক সেন লিড চরিত্রে অভিনয় কর ছিলেন। তাদের অভিনয় দেখে দর্শক রীতিমত মুগ্ধ হয়ে ছিলেন। সাহেবের চিঠি ধারাবাহিকে দেখানো হতো যে একজন সুপারস্টার যে ভাগ্যের পরিহাসে তার পা হারিয়েছে।

সে কিভাবে জীবনে হেরে না গিয়ে জীবনে জিতে ওঠার গল্প বলে, জীবনের সব হারানো মানুষগুলো কীভাবে আস্তে আস্তে ঘুরে দাঁড়ায় এবং জীবন যুদ্ধে জয়ী হয় তাই নিয়ে ছিল এই গল্প। এই গল্প টিআরপির অভাবে শেষ হয়ে গেল অন্যদিকে রমরমিয়ে চলছে এমন অনেক ধারাবাহিক যে ধারাবাহিক গুলো দর্শকদের অভিযোগের শেষ নেই।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন স্টার জলসার একটি ধারাবাহিক গুড্ডির সাথে সাহেবের চিঠির তুলনা করে লিখেছেন যে,“শুধুমাত্র ভালো টিআরপি দিলেই ভালো সিরিয়াল হয় না টিআরপি পাচ্ছে ঠিকই কিন্তু স্টোরিটা তো বাজে হচ্ছে । সাহেবের চিঠি কে সাড়ে পাঁচটায় দিয়ে গুড্ডি কে শেষ করলে ভালো হতো। আমি কোন সিরিয়ালের ফ্যান নই আমার মনে হল তাই বললাম কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে”

Related Articles