বাংলা সিরিয়াল

‘মিঠাই তে ট্র্যাক মিললেই কপি আর সাহেবের চিঠির বেলায় কপি নয়, মিল!এমন কেন?’মিঠাই কে কপি করেছে সাহেবের চিঠি অভিযোগ করলেন দর্শকরা!

কোন ধারাবাহিকের সঙ্গে যখন অন্য কোন ধারাবাহিকের ট্র্যাক মিলে যায়,তখন স্বাভাবিক ভাবেই সেই অপর ধারাবাহিকের দর্শকরা কপি , কারচুপি ইত্যাদি নানান রকম অভিযোগ তুলতে থাকেন। এমনটা বারবার হয়েছে ধারাবাহিকের ক্ষেত্রে। কিন্তু ধারাবাহিকে একই রকমের ট্র্যাক যে আসবে সে কথা বলাই বাহুল্য। তবুও অভিযোগ আসে। সম্প্রতি যেমন সাহেবের চিঠি ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, সাহেবের এক্সিডেন্টের দায় গিয়ে পড়েছিল পুরোপুরি চিঠির ঘাড়ে।

অন্যদিকে চিঠি প্রতিজ্ঞা করেছিল যে, সে যেভাবেই হোক নিজেকে নির্দোষ প্রমাণ করবে। রাইমা আর পিসি মনির চক্রান্ত ছিল সাহেবের অ্যাক্সিডেন্টের পেছনে তাই তারা কখনোই চাইনি যে চিঠি নিজেকে নির্দোষ প্রমাণ করুক আর সন্দেহের তীরটা তাদের দিকে চলে যাক।

তাই রাইমা সমরের সাহায্যে চিঠিকে পতিতা পল্লীতে রেখে আসে, সেখান থেকে চিঠি বুদ্ধি করে পালাতে সক্ষম হয় এবং তারপর এসে একটি বারে গিয়ে হিন্দি গানে নাচ করতে শুরু করে। এখন এই দৃশ্যটার সাথে মিঠাই ধারাবাহিকের মিল খুঁজে পেয়েছেন অনেকেই। একবার ঠিক সেই রকম পোশাক আর সাজ সেজে একই গানে নাচ করেছিল। তাই দেখে মিঠাই দর্শকদের একজন বলেছেন যে, সাহেবের চিঠি এই ট্র্যাকটা মিঠাই থেকে কপি করেছে।

আর একজন আবার দুটো ধারাবাহিকের মধ্যে মিল দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন দিয়ে এবং দুটো ধারাবাহিকের বিভিন্ন দৃশ্যের ছবি মিঠাই ও চিঠির সাজ সব পরপর দিয়ে লিখেছেন যে,
“এইগুলো কি কপি নয়
সেম গানে
সেম সাজে
সেম জায়গায়
একেবারে যাকে বলে
ফুলকপি”

অনেকেই সহমত পোষণ করেছেন যে বিষয়টা কপি অনেকেই আবার বলেছেন মিল থাকতেই পারে। এখানেই মিঠাই ভক্তদের বক্তব্য,শুধুমাত্র মিঠাই তে মিল থাকলেই তাহলে কেন কপি বলা হয়?

Related Articles