বাংলা সিরিয়াল

‘সব টাকার খেলা, কাবোর সঙ্গে অবিচার করা হলো’ – শুধুমাত্র টাকার জন্যই নাকি সারেগামাপায়ে পদ্ম পলাশকে জিতিয়েছে চ্যানেল! দর্শকের বিস্ফোরক মন্তব্যে সারেগামাপাকে বয়কটের ডাক

গত ৫ই জানুয়ারি সম্প্রচারিত হয়েছিল জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’ এর গ্র্যান্ড ফিনালে। দীর্ঘ আট মাসের উর্ধ্বশ্বাস গানের লড়াইয়ের পর ঘোষণা করা হলো সেরার সেরা নাম। সম্পূর্ণ রিয়েলিটি শো শুরু হয়েছিল এক ঝাঁক তরুন তরুণী এবং বেশ কয়েকজন কচিকাঁচাকে নিয়ে। শেষ পর্যন্ত টিকে ছিলেন মাত্র চার জন। আর এর মধ্যেই সেরা হলেন পদ্ম পলাশ। দ্বিতীয় স্থানে রয়ে গেলেন অ্যালবার্ট কাবো। তৃতীয় স্থান অর্জন করলেন সোনিয়া গজমে।

গ্র্যান্ড ফিনালের দিনে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রায় রাত সাড়ে এগারোটা পর্যন্ত জমজমাটি পর্ব চলেছে। সম্পূর্ণ পর্বটিকে ভাগ করা হয় দুটি ভাগে। প্রথম ভাগে দেখতে পাওয়া গিয়েছে ৬ জন কর্মীকে। এঁদের মধ্যে ছিলেন, পদ্ম পলাশ, অস্মিতা, কাবো, সোনিয়া, ঋদ্ধিমান এবং বুলেট। কিন্তু প্রথম পর্বের শেষেই বিচারকের বিচারের ফলে বিদায় নিতে হল ঋদ্ধিমান এবং বুলেটকে।

প্রসঙ্গত বিচারকের আসনে ছিলেন, শান্তনু মৈত্র, রিচা চাড্ডা, শ্রীকান্ত আচার্য। এছাড়াও অতিথি বিচারক হয়ে বিশেষ আকর্ষণের কেন্দ্র বিন্দু ছিলেন কুমার শানু এবং সনু নিগম। গ্র্যান্ড ফিনালে দ্বিতীয় পর্বে বাকি ছিলেন মাত্র চারজন প্রতিযোগী। এঁদের মধ্যে থেকেই বিচারকরা বেছে নিয়েছিলেন তাঁদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগিকে। তবে পদ্ম পলাশকে বিজেতা ঘোষণা করা নিয়ে মোটেই খুশি হতে পারেননি দর্শক। তাদের মধ্যে অনেকেরই মতামত যে কাবোর সাথে অবিচার করা হলো।

একজন নেটিজেন মন্তব্য করেছেন পদ্ম পলাশকে বিজেতা করা হলো এটা না হয় বোঝা গেল। কিন্তু অস্মিতাকে প্রথম কেন করা হলো? আবার আরেকজন লিখেছেন, ‘সবটাই টাকার খেলা। রাজনীতি চলে সারেগামাপা এর মঞ্চে। আসল বিজেতা কাবো’। দর্শক কাবোকে এতটাই ভালবেসে ছিলেন যে তার দ্বিতীয় স্থান পাওয়াটা মোটেই মেনে নিতে পারছেন না।

যার কারণে শো বয়কটের ডাক দিচ্ছেন দর্শক মন্ডলী। প্রসঙ্গত এই ধরনের বিতর্ক সারেগামাপাকে ঘিরে এই প্রথম নয়। এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। মেন্টর এবং বিচারকদের দিকে আঙুল তুলেছেন দর্শক। বারবার সারেগামাপা এর কর্তৃপক্ষকে দোষারোপ করা হয়েছে। কিন্তু কখনোই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

Related Articles