বাংলা সিরিয়াল

“শ্রুতিদির একমাত্র কাজের মতো সিরিয়াল ছিল ‘দেশের মাটি’ যেখানে রং নিয়ে কোন বৈষম্যতা ছিল না!” ত্রিনয়নীর পর রাঙ্গা বউ ধারাবাহিকেও পাখিকে গায়ের রং নিয়ে অপদস্ত হতে দেখেই মুখ খুললেন এক নেটিজেন!

এক একটি ধারাবাহিক এক এক রকম বিষয়বস্তুর ওপর ফোকাস করে তৈরি হয় তবে কোন ধারাবাহিকে যখন মানুষের গায়ের রং নিয়ে হেনস্তা করা হয় তখন মানুষ এই জিনিসটি খুব একটা পছন্দ করেন না। তার কারণ বাস্তবে কোন মানুষকে গায়ের রং এর কারনে ছোট হতে হলেও কোন দর্শকই চান না যে সিরিয়ালে সেই জিনিসটি প্রমোট করা হোক, কারণ সিরিয়ালে এইসব জিনিস প্রমোট করলে কিছু মানুষের ওপর হলেও এই জিনিসটার এফেক্ট পড়বে। তাই গায়ের রং বেস করে কিছু বলা হলে মানুষজন চটে যান।

ঠিক যেমনটা হয়েছে রাঙা বউ ধারাবাহিকে। জি বাংলার জনপ্রিয় রাঙা বৌ ধারাবাহিকে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব রায়চৌধুরী আর শ্রুতি দাস। সম্প্রতি এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে পাখি আর কুশের বিয়ে হয়ে গেছে। কিন্তু বিয়ের পরেও পাখিকে অপদস্ত হতে হয় সবার সামনে তার গায়ের রঙের জন্য, কালো রং মানে সে অপয়া এই হিসেবে তার মুখ দেখতে চান না বলে তাকে অপদস্ত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একজন নেটিজেন লিখেছেন যে, “কোথাকার এই ভিখারী মেয়ের মেষ কালো অপয়া মুখ আমি আমার দুচোখের সামনে দেখতে চাইনা” (#রাঙাব‌উ)
শ্রুতি দিদির একমাত্র কাজের মতো সিরিয়াল ছিল দেশের মাটি যেখানে রং নিয়ে ছিল না কোন বৈষম্যতা
ঠিক এই কারণেই লীনা গঙ্গোপাধ্যায় আলাদা”

উল্লেখ্য শ্রুতি দাসের এর আগের কাজ ছিল ত্রিনয়নী ও দেশের মাটি। এই দুই ধারাবাহিকের মধ্যে ত্রিনয়নী ধারাবাহিকেও দেখা গিয়েছিলো যে নয়নের গায়ের রং কালো হওয়া নিয়ে হাইলাইট করা হয়েছে, কিন্তু শ্রুতির পরবর্তী ধারাবাহিক দেশের মাটিতে তাকে নায়িকার রোলে দেখা গেলেও সেখানে তার গায়ের রং নিয়ে কোন বক্তব্যই রাখা হয় নি।

Related Articles