বাংলা সিরিয়াল

ধারাবাহিকে টুইস্ট এনেও কোনো ফল হয়নি! টিআরপি টানতে না পেরে এক মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে জি বাংলার এই ধারাবাহিক, এটা কী সত্যি নাকি শুধুই জল্পনা? তবে কী বন্ধ হয়ে তার পরিবর্তে আসছে কোনো নতুন ধারাবাহিক? নাকি হবে শুধুই স্লট পরিবর্তন? জানুন

বাংলা ধারাবাহিক গুলির চ্যানেলে প্রায় প্রত্যেক মাসেই কোনো না কোনো নতুন ধারাবাহিক আসছে। গত কয়েক মাসেও এসেছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে টিআরপি তুলতে পারছে না বর্তমান ধারাবাহিকগুলি। ফলত, মাস ঘুরতে না ঘুরতেই বন্ধ করে দিতে হচ্ছে সেই সব ধারাবাহিকগুলিকে। অতীতের ‘বৌমা একঘর’ এর পর ‘মাধবীলতা’র মতো ধারাবাহিকগুলি মাত্র তিন মাস চলতে না চলতেই বন্ধ হয়ে গেল। আবারো এমনটাই হতে চলেছে জি বাংলার একটি ধারাবাহিকের সাথে।

কয়েক সপ্তাহ আগেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনা অভিনীত ধারাবাহিক ‘সোহাগ জল’। তবে ধারাবাহিকের একদম শুরু থেকে নায়ক নায়িকার মধ্যে কোনো গল্প না দেখিয়ে দেওর আর বৌদির নোংরামো দেখানোর কারণে ধারাবাহিকের উপর ভীষণ বিরক্ত হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো চলেছে সমালোচনা। যদিও ধারাবাহিকে আনা হয়েছিল কিছু টুইস্ট। বিয়ের পরে একেবারেই সম্পর্ক ভালো ছিল না জুঁই আর শুভ্রর। কিন্তু দেখানো হয় তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠছে ধরে ধীরে। কিন্তু এখনও বৌদির নজর রয়েছে দেওরের উপরেই। তাই সে নানান রকম বন্দি করছে শুভ্রর থেকে জুঁইকে আলাদা করার।

গল্পের টুইস্ট আনার পরেও টিআরপি টানতে পারছে না ‘সোহাগ জল’। একদিকে টিআরপি একেবারে তলানিতে অন্যদিকে দেওর আর বৌদির নোংরামির কারণে সোশ্যাল মিডিয়ায় চলছে জোরদার ট্রোলিং। বারবার স্টার জলসার কাছে হারতে হচ্ছে সোহাগ জলকে। তাই দর্শক মহলের একাংশ মনে করছেন এই সব কারণের জন্যই হয়তো খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে ‘সোহাগ জল’।

যখন এরকম জল্পনা চলছে তারই মধ্যে আবার শোনা গেল জি বাংলায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক। শোনা যাচ্ছে ব্লুজ প্রোডাকশনের এই সিরিয়ালে মুখ্য চরিত্রে থাকবেন সৈয়দ আরিফিন এবং অন্বেষা হাজরা। সোহাগ জলের ব্যর্থতা দেখেই দর্শক অনুমান করছেন রাত ন’টার স্লটেই হয়তো দেখা যাবে এই নতুন ধারাবাহিকটিকে। যদিও একাংশের অনুমান যেহেতু মাত্র কিছুদিন হয়েছে সোহাগ জল শুরু হয়েছে তাই হয়তো এখনই ধারাবাহিক বন্ধ করা হবে না। কিছুটা সময় দিয়ে হয়তো পরিবর্তন হতে পারে স্লটের। এবার শুধু দেখতে হবে যে শেষ পর্যন্ত কী হয়।

Related Articles