বাংলা সিরিয়াল

‘গাঁটছড়ার শেষে খড়ি ফিরে আসবে বলেই কভারে খড়ির মালা দেওয়া ছবি নেই!’-গাঁটছড়ার কভারটিকে পজিটিভ ভাবে গ্রহণ করছেন ভক্তরা!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। এই ধারাবাহিকের মধ্যে খড়ি আর ঋদ্ধির জুটি দর্শকদের মনের মধ্যে একটা আলাদা জায়গা দখল করে নিয়েছিল, এই রসায়ন দেখবার জন্যই মূলত দর্শকরা গাঁটছড়া ধারাবাহিক দেখতে শুরু করেন, দ্যুতি রাহুল,বনি কুনালের গল্প তার সাথে উপরি পাওনা হিসেবে জুড়ে যায়, কিন্তু মেন লিড হিসেবে বারংবার খড়ি আর ঋদ্ধির নাম উঠে আসে এটা অস্বীকার করার কোন জায়গা নেই। সেক্ষেত্রে এই ধারাবাহিকে যখন দেখানো হলো যে, সন্তানের জন্ম দিতে গিয়ে খড়ি মারা গেল তারপর‌ স্বাভাবিকভাবেই ধারাবাহিকের কভার ফটো চেঞ্জ হলো।

নতুন সেই কভার ফটোতে দেখা যাচ্ছে চেয়ারে বসে আছে ঋদ্ধি, কিন্তু কোথাও মৃত খড়ির মালা দেওয়া ছবি নেই, এইখানে দর্শকদের একাংশের মানুষ প্রবল আপত্তি জানিয়েছেন, তাদের বক্তব্য গাঁটছড়ার প্রাণ হলো খড়ি;খড়ির অনুপস্থিতি গাঁট ছড়ায় ভীষণভাবে প্রকট হচ্ছে, সেখানে মালা দেওয়া খড়ির ছবিটাকেও তো রাখা যেতে পারতো কভারে; কিন্তু এক অংশের মানুষ যখন হতাশা আপত্তি ব্যক্ত করছেন আরেক অংশের মানুষ তখন এই বিষয়টিকে ভীষণ পজেটিভ ভাবে একসেপ্ট করছেন, তাদের মনে হচ্ছে মালা দেওয়া খড়ির ছবি কভারে না রেখে একটি পজিটিভ বার্তা দিচ্ছেন ধারাবাহিকের নির্মাতারা। তাদের মনে হয়েছে খড়ির মৃত্যুটা যেমন রহস্যময় ভাবে দেখানো হয়েছে, হতেই তো পারে ধারাবাহিকের শেষ দিকে খড়ি আচমকা ফিরে এলো আর কয়েক ঘন্টার একটা এপিসোডে খড়ি ঋদ্ধির মিল দেখিয়ে ধারাবাহিক শেষ হলো।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন এই প্রসঙ্গে তার মনোভাব ব্যক্ত করে লিখেছেন যে, “গাঁটছড়ার এই Cover Photo টা দেখে অনেক খড়িদ্ধি ফ্যানদের ই খারাপ লেগেছে আর এটাই স্বাভাবিক। তবে এই ছবি টার মধ্যেও কেন জানিনা আমি আশার আলো দেখতে পাচ্ছি।
যদি খড়ি মা”রা ই যেত তাহলে তার টাঙানো photo ও Cover এ কেন রাখলো না makers রা??

গাঁটছড়ার main lead কিন্তু খড়িদ্ধি এটা কেউ মানুক বা না মানুক। কারণ খড়ি চলে যাওয়ার পর ই গাঁটছড়ার Leap Track এসেছে!! Even ঋদ্ধির থেকে রাহুল বড় হওয়ার পর ও chair এ একমাত্র ঋদ্ধি বসে আছে আর বাকিরা ঋদ্ধির পাশে দাড়িয়ে।

খড়ি মা/রা যাওয়ার track টা এলেও আমরা কিন্তু কেউ জানিনা যে খড়ি আদেও বেঁচে আছে নাকি মা/রা গেছে কারণ Baby track টা খুবই fast দেখানো হয়েছে আর সেখানে খড়ির দা”হ কার্য ও দেখানো হয়নি। আর গল্প টা যে এত বছরের leap নিলো তার মধ্যেকার কোনো ঘটনা ই দেখানো হয়নি (খড়ি চলে যাওয়ার এপিসোড এর পর আমি গাঁট দেখিনি তাই leap track এর মধ্যেকার কোনো অংশ দেখানো হয়েছে কি না আমার জানা নেই)

তাই Cover দেখে কোনো কিছু বিচার করা উচিত নয়। হতেও তো পারে Makers রা পরে খড়ি কে নিয়ে এলো! কারণ Acro র কাছে অনেক কিছুই আমরা চেয়েছি আর সেখানে নিরাশ করেনি ওরা। তাই Cover photo তে খড়ির না থাকা টা অন্ধকারের মধ্যেও কেমন একটা আশার আলো মনে হচ্ছে আমার কাছে। আর খড়ি আছে কি নেই এটা এখনো Suspence রয়েছে আমাদের কাছে। খড়ির ফেরার chance একটু হলেও আছে। হয়তো পরে শোলা দি গাঁট তে ফিরবে, last এর দিকের এপিসোড এ। তাই দেখা যাক কি হয়। ভালো কিছুই আশা করছি”

Related Articles