বাংলা সিরিয়াল

শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছেন! বনগাঁ থেকে স্কুলে দয়া করে বাড়ি ফিরতে ফিরতে মিস হয়ে যেত শেষ ট্রেন! স্ট্রাগল পিরিয়ডের কাহিনী বললেন অভিনেত্রী সৌমি

টেলিভিশন সিনেমা বিশেষ করে এই গ্ল্যামার ওয়ার্ল্ড এমন একটা হাতছানি দেয় যে প্রত্যেকেই এই জগতের অংশ হতে চায়। বহুদূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে কাজের আশায়। কিছু ক্ষেত্রে তারা সফল হয় কিছু ক্ষেত্রে দীর্ঘ সময় পড়ে থাকলেও সফলতা আসে না। তবে সাফল্য যে একদিনে আসে না এটা একেবারেই ঠিক কথা।

এমন বহু তারকা রয়েছেন আমাদের পছন্দের তালিকাতে যাদের ব্যক্তিগত জীবনের শুরুটা হয়তো ততটা মসৃণ নয় যতটা আমরা ভাবি। তেমনই একজন অভিনেত্রী হলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সৌমি ঘোষ(Soumi Ghosh)। বহু ছোট বয়স থেকে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ভালোবেসে এসেছেন এই জগতে।

সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে নিজের সেই ফেলে আসা দিনের কথায় তুলে ধরলেন আর একবার। সৌমির কথা যখন সে ক্লাস সিক্সে পড়ে তখন স্কুল যাওয়ার পথে দেখতে পেয়েছিল অভিনয় শেখানোর কেন্দ্র। সেখানে ভর্তি করে দিয়েছিল বাবা। বনগাঁর মেয়ে হলেও অভিনয়ের জন্য আসতে হয়েছিল কলকাতাতে। আসার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে। তবে ছোটবেলা থেকেই পাশে ছিল পরিবার। তাই হাসিমুখেই সবটা এগিয়ে নিয়ে গেছেন।

কোন কোন সময় স্কুল করে অভিনয় করে বাড়ি ফেরার পথে হয়তো ফ্রেন্ড মিস করে শিয়ালদা স্টেশনে রাত কাটাতে হয়েছে তাকে। বাবার কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়তেন ছোট্ট সৌমি। ধীরে ধীরে সময় বদলেছে। এখন কলকাতাতেই থাকেন পরিবারকে নিয়ে। শিয়ালদা স্টেশন থেকে এখন নিজের বাড়িতেই ঘুমোন তিনি।

নিজের পুরনো কথা বলতে বলতে নিজের গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল সৌমির। সঙ্গে অনুষ্ঠানে থাকা প্রত্যেকে হা করে শুনছিলেন তার কাহিনী। এমনকি রচনা বন্দ্যোপাধ্যায় নিজেও মন দিয়ে শুনছিলেন সমস্ত ঘটনা। একইসঙ্গে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।

Related Articles