বাংলা সিরিয়াল

‘শুরু হয়ে গেছে বালিঝড় নিয়ে চুল;কানি’ – টিআরপি লজ্জাজনক! আবার স্লটও হারিয়েছে বালিঝড়, তাই একেরপর এক কটাক্ষের ওপর এবার বালি ছুঁড়ে দিলেন ধারাবাহিকের এক অনুরাগী

ফ্যান বা ভক্তরা তাঁদের পছন্দের বাংলা সিরিয়াল নিয়ে খুব সংবেদনশীল। টিআরপি নিয়ে মাতামাতি ভক্তদের মধ্যে শুরু হয়েছিল ‘মিঠাই’ ধারাবাহিকের পর থেকে। টিআরপি তালিকায় কে এগিয়ে আর কে পিছিয়ে তা নিয়ে ভক্তদের উৎসাহ দিন কে দিন বেড়েছে। কোনো কোনো ধারাবাহিক প্রথম সপ্তাহেই বাজিমাত করে আর কোনো কোনো ধারাবাহিক আস্তে আস্তে মন কাড়ে দর্শকদের। স্টার জলসার এক নতুন ধারাবাহিক ‘বালিঝড়’ যার‌ বিপরীতে জি বাংলায় সম্প্রচারিত হয় ‘মিঠাই’।

সেই মিঠাই যেই ধারাবাহিক দীর্ঘ ৫২ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম হয়েছে। তবে তারপর থেকে ধীরে ধীরেই কমতে থাকে তার নাম্বার। ওপরে উঠতে শুরু করে নতুন নতুন ধারাবাহিকগুলি। আর একটি সময় পর, বলতে গেলে কয়েক সপ্তাহ আগেই টিআরপি তালিকার প্রথম ১০ থেকেই বার হয়ে যায় মিঠাই। ধারাবাহিকের টিআরপি নম্বর ৬ চলতি এই সপ্তাহে। তবে স্টার জলসার ‘বালিঝড়’-এর টিআরপি মাত্র ৪.৫।

আর এই নিয়েই আবারও মাতামাতি শুরু করেছে মিঠাই ভক্তরা। সোশ্যাল মিডিয়ার সবথেকে এক্টিভ ফ্যান ফলোয়িং বলা যেতে পারে যেই ধারাবাহিকের। পছন্দের ধারাবাহিক ট্রোল হতে দেখলেই হামলে পরেন ভক্তরা, যুক্তি দেন যে কেন মিঠাই বেস্ট‌। আর ধারাবাহিকে ডিফেন্ড করতে তাঁদের এই মরিয়া চেষ্টা অনেক নেটিজেনদের বিরক্তিরও কারণ। একজন তাঁদেরকে ‘চুলকানি’ বলেও দাবি করেছেন। ‘বালিঝড়’ যাদের যাদের পছন্দ হয়েছে তাঁরা জানান কোনো ধারাবাহিকই প্রথম সপ্তাহে টপ করবে এমন কোনো কথা নেই। সময়ের সাথে সাথে তার গল্প ভালো হলে সেই ধারাবাহিক টিআরপি তালিকায় ওপরে উঠতে বাধ্য।

তবে সম্প্রতি বেশ কিছু সিরিয়াল মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে কারণ টিআরপি তালিকায় তারা ভালো ফলাফল দিতে পারেননি। আর তাই নিয়েই ভয়ে ভয়ে থাকেন একাধিক সিরিয়াল প্রেমীরা। মিঠাই ভক্তদেরও গ্রাস করেছিল সেই ভয় এক সময়ে। রাত ৮টা থেকে স্লট পরিবর্তন হয়ে আসে সন্ধ্যা ৬টায়, টিআরপি লিস্ট থেকে বাতিল হওয়ার ঘটনাটিও রয়েছে। তবে এখন যা পরিস্থিতি তা দেখে বলাই যায় মিঠাই এত সহজে বন্ধ হবে না, আর তার একমাত্র কারণ হবে এই ধারাবাহিকের বিশ্বস্ত ফ্যানবেস।

Related Articles