বাংলা সিরিয়াল

TRP তালিকায় বরাবর পিছনে স্টার জলসার নন-ফিকশন শো, জি বাংলার সাথে আজও পেরে উঠছে না কেউ

বর্তমানে টিআরপি রেটিং ভীষণ গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ফিকশন এবং নন-ফিকশন শো গুলির ক্ষেত্রে প্রতি সপ্তাহতেই টিআরপি রেটিং দেখেই অনুমান করা হয় যে কোন চ্যানেলের ধারাবাহিকগুলি মানুষ বেশি পছন্দ করছেন আর সেই ক্ষেত্রে টিআরপিতে প্রতি সপ্তাহতেই এগিয়ে থাকে স্টার জলসার ধারাবাহিক গুলি। জি বাংলার মাত্র দুই থেকে তিনটি ধারাবাহিক জায়গা করে নিতে পারে সেরা ১০ এ। তবে ফিকশন শো গুলি TRP তালিকায় জায়গা তৈরি করে নিতে না পারলেও নন ফিকশন শো গুলির ক্ষেত্রে বরাবরই টিআরপিতে লেখায় এগিয়ে থাকে জি বাংলা।

যেমন এই সপ্তাহের টিআরপি তালিকাতে আবারও নন-ফিকশন শো গুলির মধ্যে সেরা দিদি নাম্বার ওয়ান। রচনা ব্যানার্জির সঞ্চালনায় এই শো বরাবর TRP তালিকায় টপে থাকে এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে সারেগামাপা। এই সপ্তাহে দিদি নাম্বার ওয়ান এর ঝুলিতে রয়েছে ৫.১ তারপরে সারেগামাপা ঝুলিতে ৫.০ পয়েন্ট। সেই ক্ষেত্রে জি বাংলার সঙ্গে কখনই পেরে উঠছে না স্টার জলসা। একমাত্র নাচের রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়র এর পয়েন্ট ৪.৯। যদিও প্রতি সপ্তাহতেই নিত্য নতুন চমক এবং বিশেষ অতিথিদের এনে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে চ্যানেল কতৃপক্ষ।

এক নজরে দেখে নিন নন-ফিকশনের টিআরপি তালিকা-

দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৫.১)

সারেগামাপা (৫.০)

ডান্স ডান্স জুনিয়র ৩ (৪.৯)

রান্নাঘর (১.০)

তবে এটা নতুন কিছু নয়। বরাবরই TRP তালিকায় প্রথম স্থান দখল করে থাকে দিদি নাম্বার ওয়ান। প্রতিদিন বিকেল পাঁচটা বাজলেই প্রত্যেকের ঘরে ঘরে টিভির পর্দায় একটাই শো চলে সেটা হলো রচনা ব্যানার্জি সঞ্চালনায় দিদি নাম্বার ওয়ান।

Related Articles