বাংলা সিরিয়াল

বদলে দেওয়া হলো গাঁটছড়া ধারাবাহিকের সমস্ত কেন্দ্রীয় চরিত্রের মুখ, খুব শীঘ্রই ধারাবাহিকে দেখা যাবে নতুন অভিনেতা অভিনেত্রীদের

এই মুহূর্তে বাংলা ধারাবাহিক গুলির মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের একটি হলো স্টার জলসা গাঁটছড়া ধারাবাহিক। এই ধারাবাহিকে তিন জোড়া জুটি তে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। খড়ি ও ঋদ্ধিমানের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং গৌরব চ্যাটার্জী। আর রাহুল দ্যুতির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এবং অনিন্দ্য চ্যাটার্জি।

আর অন্যদিকে বনি এবং কুনালের চরিত্রে দেখা যাচ্ছে নবাগতা অভিনেত্রী অনুষ্কা গোস্বামী এবং রিয়াজ নস্কর কে। এই তিন জুটির গল্প নিয়ে এগোচ্ছে এই ধারাবাহিক। শুরুর দিকে এই ধারাবাহিক TRP তালিকায় ভালো ফলাফল করলেও বর্তমানে খুব একটা ভালো ফলাফল চোখে পড়ছে না।

TRP তালিকায় অনেকটাই নিচে নেমে গিয়েছে এই ধারাবাহিক। এক সময় যেই থাকে বাইক এক থেকে তিনের মধ্যে থাকতো বর্তমানে সেই ধারাবাহিক সেরা পাঁচেও জায়গা করে নিতে পারছে না। অন্য দিকে গাঁটছড়ার বিপরীতে জগদ্ধাত্রী তরতরিয়ে এগিয়ে আসছে টিআরপি তালিকায়।

এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে ঋদ্ধি এবং খড়ির সম্পর্কে টানা পড়েন যা দর্শক মোটেই পছন্দ করছেন না। এবার শোনা যাচ্ছে গাঁটছড়া ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র সহ আরো বেশ কিছু চরিত্রের মুখ বদল করা হবে। তবে না, ঘাবড়ানোর কিছু নেই। বাংলা ধারাবাহিকে এটি হচ্ছে না। গাঁটছড়া থাকা কন্নড় ভার্শন আসতে খুব শীঘ্রই। ‘কাথেয়ন্দু শুরুভাগীদ’-এর নায়ক-নায়িকার চরিত্রে তাদের দেখা যাবে।

আসলে গাঁটছড়া ধারাবাহিকটি বাংলাতে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে তা দেখে এখন হিন্দি এবং কন্নড় ভাষাতেও এর রিমেক ‌হচ্ছে। হিন্দি ভার্সন এ সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় ২ তারকা ক্রুশল আহুজা এবং স্বীকৃতি মজুমদার।

অন্যদিকে কন্নড় ভাষায় রিমেকে রাহুল এবং দ্যুতির চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে ভাবীশ গৌড়া এবং মনিকা দেবী। টমবয় বনির ভূমিকাতে অভিনয় করছেন ইনছারা জোশী এবং কুনালের চরিত্রে অভিনয় করছেন সুজয় হেগড়ে। ইতিমধ্যেই আসন্ন এই ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে যেটা হুবহু গাঁটছড়ার প্রথম প্রোমোর ডুপ্লিকেট। সম্ভবত নভেম্বর মাসের শেষের দিকেই কন্নড় টেলিভিশনে এর ধারাবাহিক শুরু হবে।

 

View this post on Instagram

 

A post shared by Star Suvarna (@starsuvarna)

Related Articles