বাংলা সিরিয়াল

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রের চেয়ে পার্শ্ব চরিত্র গুলি প্রাধান্য পাচ্ছে বেশি, স্টার জলসার ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের উপর বেজায় ক্ষেপে দর্শক

বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হলো সাহেবের চিঠি। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় এবং অভিনেতা প্রতীক সেন এছাড়াও পার্শ্ব চরিত্রগুলিতে অভিনয় করছেন ঐন্দ্রিলা বোস, মধুপ্রিয়া চৌধুরী, আর ইন্দ্রনীল মল্লিক।

সাহেবের বোনের চরিত্র সারার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী ঐন্দ্রিলা বোসকে এবং চিঠির বোন ভূমির ভূমিকায় দেখা যাচ্ছে মধুপ্রিয়া চৌধুরীকে। এবং সাহেবের বন্ধু অভির ভূমিকায় দেখা যাচ্ছে ইন্দ্রনীল মল্লিককে। আর বর্তমানে এই তিনজনের মধ্যে ত্রিকোণ প্রেমের সম্পর্ক তুলে ধরা হয়েছে।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে অভি এবং ভূমি একে অপরকে ভালবাসলেও সারা ষড়যন্ত্র করে অভিকে বিয়ে করে নিয়ে যায়। আর বর্তমানে সেই নিয়ে ধারাবাহিকে চলছে ক্লাইম্যাক্স। তাই একাংশ দর্শকের দাবি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রের তুলনায় পার্শ্ব চরিত্রগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ধারাবাহিকের সাহেব এবং চিঠির কেমিস্ট্রি না দেখিয়ে অভি কার হবে সেই নিয়ে ব্যস্ত ধারাবাহিক। তুই ধারাবাহিকের নাম পরিবর্তন করে ‘অভির সারা’ দেওয়া হোক।

অন্যদিকে ধারাবাহিকের প্রথমে চিঠিকে একজন মহিলা পোস্টম্যান হিসেবে দেখানো হয় সাহেবকে দেখানো হয় একজন গায়ক হিসেবে। কিন্তু বর্তমানে সেটা না দেখিয়ে চিঠিকে বড় গায়িকা হিসেবে দেখানো হচ্ছে সে আর চিঠি বিলি করে না। অন্যদিকে সাহেবের চিঠির সময়ে জি বাংলার পর্দায় দেখানো হচ্ছে খেলনা বাড়ি। আর প্রতিবার TRP তালিকায় বেশি ভালো ফলাফল করছে।

Related Articles